জাহানারা বুলা।
আমি যত সহানুভূতির কথা বলি
তুমি ততো কলহের কথা বলো
আমি যত ভালোবাসার কথা বলি
তুমি তার চেয়েও বেশী উলঙ্গ হয়ে পড়!
তোমার উদোম শরীরে
"ভালোবাসা"
কোথায় লিখা আছে, আমি তো দেখি না!
এই যে উচ্চাঙ্গ-নিম্নাঙ্গের প্রদর্শণ তুমি কর
তার কোনখানে তুমি ভালোবাসা নাও বা দাও?
যদি তোমার দেহ শৈথিল্য'র দাবীই ভালোবাসা হয়
তাহলে তুমি অপভালোবাসার কথা বলছো!
নারীকূল এতটাও অসহায় নয় যে,
তোমার লাঙ্গলের ফলায় বাঁধবে মানতের রঙিন সুতো
বরং, আমি নারীশ্বর তোমার নাম রাখলাম
-"নিসর্গলম্পট"।
http://www.alokrekha.com
কবি জাহানারা বুলার নিসর্গলম্পট কবিতাটা পড়ে অন্যরকম লাগলো। জীবনের দিক গুলো ভিন্ন। আমরা একরকম কথা বলি অন্যেরা আরেক রকম। এখানে নারী পুরুষের যে ব্যবধান কবি তুলে ধরেছেন তা বাস্তব। আর আমরা নারীকূল এতটাও অসহায় নয় সেটাও প্রকাশ করেছেন বলিষ্ঠ ভাবে। খুব ভালো লাগলো। ভালো থাকবেন অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি জাহানারা বুলার নিসর্গলম্পট কবিতাটা পড়ে ভালো লাগলো। জীবনের বাস্তবতা অংকিত করেছেন এখানে। ভালোবাসার অপরপারে ভালোবাসার কথা না হয়ে শুধু শারীরিক কথা জীবনের মানে বদলে দেয়। দেহ শৈথিল্য'র দাবীই ভালোবাসা হয় তবে কি ভালোবাসা হয় ? হয় অপভালোবাসার কথা। শুভেচ্ছা কবিকে ,ভালো থাকবেন ভালো ভালো এরকম আরো কবিতা লিখবেন।
ReplyDeleteকবি জাহানারা বুলার নিসর্গলম্পট কবিতা পড়ে ভালো লাগলো। আমি কবি বা লেখক নই তাই কবিতা ব্যাখ্যা করার ভাষা আমার নেই। তবে উপলব্ধি করতে পারি। কবিতার পংতিতে পংতিতে বাস্তবতার ছোঁয়া। খুব ভালো লাগলো পড়তে।
ReplyDeleteবুলাপু যতবার পড়ি ততবার মুগ্ধ হই।
ReplyDelete'নিসর্গলম্পট' কবিতার স্পষ্ট সাহসী উচ্চারণ, ভাব প্রকাশে অসাধারণ মেটাফোরের ব্যাবহার সত্যি প্রশংসনীয়। পুরুষের কাম আর কামনায় নারীর ভালবাসা যেন কেবল ভোগের অসার বস্তু। পাওয়াতেই যার পরিসমাপ্তি। প্রেমের মহিমা, নারী স্বত্বার পবিত্রতা সেখানে স্থান পায়না। 'তোমার উদোম শরীরে "ভালোবাসা" কোথায় লিখা আছে, আমি তো দেখি না'! নির্ভীক নিঃসঙ্কোচ এই উচ্চারণ-'নারীকূল এতটাও অসহায় নয় যে,তোমার লাঙ্গলের ফলায় বাঁধবে মানতের রঙিন সুতো'। জাহানারা বুলার সাহসী কলম উপহার দিক আরও কবিতা। শুভকামনা কবি!
ReplyDelete