আমার প্রতিদিনের অস্তিত্বে
ইদানিং এর অন্তরীণতায়
প্রতিটা নিঃশ্বাসের নির্গমনে
প্রতিটা ক্ষণের আবির্ভাব আর তিরোধানে
সর্বতভাবে সর্বাঙ্গে জড়ানো
রুদ্রাক্ষের মালার মতন জপি
আমি তোমাকে !
জন্মাবধি কিংবা জন্ম জন্মান্তরে
এই একটা যজ্ঞের কথাই তো জানি !
এর সাথে
সহযোগী যত কিছু
সব কিছু দেয় না তো অমৃত কোনোকিছু!
উঠোনের তুলসীতলার প্রণাম নিত্যদিন
নিভৃত্যের নীরব ক্রন্দন আর কপালের তিলক
কেন যেন বড় বেশী মেকি মনে হয়
ফেসবুকে সবার দিনপঞ্জী যেমন !
আমি নিশ্চিত জানি তুমি আছো এইখানে
তা হোক জনাকীর্ন কোন উৎসব মণ্ডপ
কিংবা জন-মানবহীন বিরান ভূমি
অথবা
আমার এই ছোট্ট গৃহকোণ !
কবি সুনিকেত চৌধুরীর "প্রতিদিনের অস্তিত্বে " অনবদ্য প্রেমের কবিতা।খুব ভালো লাগলো পড়ে।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর "প্রতিদিনের অস্তিত্বে " অনন্য কবিতা।খুব ভালো লাগলো পড়ে। প্রতিদিনের অস্তিত্বে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা ক্ষণের আবির্ভাব আর তিরোধানে সর্বতভাবে সর্বাঙ্গে জড়ানো রুদ্রাক্ষের মালার মতন জোপা ভালোবাসার চমকিত প্রকাশ। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর "প্রতিদিনের অস্তিত্বে " অনন্য অনুপম কবিতা। কবি সুনিকেতের প্রতিটা কবিতা বুক নিঙড়ানো হৃদয়ের কাছাকাছি। এই কবিতায় কবি যেমন করে ভালোবাসার প্রতিচ্ছবি তুলে ধরেছেন তা সত্যিই অতুলনীয়। অনেক শুভ কামনা।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর "প্রতিদিনের অস্তিত্বে " হৃদয়গ্রাহী কবিতা।দিন দিন কবি সুনিকেতের কবিতা পরিণত হচ্ছে। আমাদের প্রিয় কবির কবিতার অপেক্ষায় থাকি। খুব ভালো লাগলো কবিতাটা। কবি আপনি ভালো থাকবেন অনেক ভালোবাসা।
ReplyDeleteএতদিন পর আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর "প্রতিদিনের অস্তিত্বে " লেখা কবিতা ভালোবাসাধন্য হৃদয় ! পড়ে খুব ভালো লাগছে। কতদিন পাইনি কবিতা তাঁর। আমি উম্মুখ হয়ে বসে থাকি কবি সুনিকেতের একখানা কবিতার জন্য। আমি নতুন কবিতা না পেয়ে পুরানো কবিতাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তবুও মন মানে না। আজ নতুন কবিতা পেলাম তাও ভালোবাসায় পূর্ণ ।কবি সুনিকেত চৌধুরীর হৃদয়গ্রাহী কবিতা। আমি খুব উৎফুল। অনেক অনেক ভালোবাসা হৃদয়ের অন্তঃস্থল হতে।
ReplyDeleteএতদিন পর আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর "প্রতিদিনের অস্তিত্বে " লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো! বহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা ভালোবাসাধন্য হৃদয় ! পড়ে খুব ভালো লাগলো। ভালো কবিতা লেখার জন্য দিস্তা দিস্তা লেখার প্রয়োজন হয় না তার প্রমান কবি সুনিকেতের কবিতা। অশেষ শুভ কামনা।
ReplyDelete