অনুর ভিতর পরমাণু
মেহরাব রহমান
কাল ছিল
যুবতী রাত্রির সাথে
পথের টানে
পথপরিক্রমা
পথকে করেছি রোমাঞ্চ রমণীয়
তাহার সঙ্গে
নানান রঙ্গে
সকল অঙ্গে
তরঙ্গ ভঙ্গে
অনির্বান হাঁটাচাঁদ হাঁটে
আমিও...
সমুখে হাঁটে জোতির্ময়ী সহযাত্রি
গভীর হয় রাত্রি
চলতে চলতে
চাঁদের মুগ্ধতায়
বিভোর হতে হতে
হারিয়ে ফেলি তাকে
অথবা ঘরবাড়ি
ঘন কুয়াশায় মিশে যায় সে
বুলেট ট্রেনের মতো ছুটি
অরণ্যমাতাল আমি
এক বুনো ষাঁড়
হঠাৎ আলোয়
ফিরে পাই রক্তমাংসের নিজস্ব নারী
নিজগৃহখানি
ভাবি মনেমনে
মগজে মননে
চাঁদের হাটে এইযে চাঁদ
চাঁদনি , চাঁদের রোশনাই
আঁধারের কপালে এইযে আলোর টিপ
এই সব কিছু মরীচিকা...
ধুধু বালুচর...
ভুল মৃত্তিকা… ইন্দ্রজাল... মায়ার খেলা...
বুধবার, অগাস্ট ২৬ , ২০২০
টরন্টোমধ্য রাতে লেখা কবিতা
হাঁটতে হাঁটতে
রাতের চাঁদের সাথে দেখা
চাঁদ ভাবনায় মাতাল চিন্তার নির্যাস থেকে
http://www.alokrekha.com
অনুর ভিতর পরমাণু কবিতায় মেহরাব রহমান এক নতুন ধারার এক চিত্র অংকিত করেছেন। খুব ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা।
ReplyDeleteমেহরাব রহমান অনুর ভিতর পরমাণু কবিতায় যুবতী রাত্রির সাথে পথপরিক্রমা
ReplyDeleteরোমাঞ্চ রমণীয় তাহার সঙ্গে নানান রঙ্গে সকল অঙ্গে তরঙ্গ ভঙ্গে অনির্বান হাঁটা অপরূপ উপমা দিয়েছেন। দারুন উপলব্দি পড়ার পর । আপনার এই ধরণের কবিতা আরো চাই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
মেহরাব রহমান অনুর ভিতর পরমাণু আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো কবি ।
ReplyDeleteমেহরাব রহমান অনুর ভিতর পরমাণু " কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ "... কল্পনার জগতে আমরা কি করতে পারি তা কবি তার কবিতায় অংকিত করেছেন। দারুন একটা কবিতা। অনেক ভালো লাগলো কবি।
ReplyDeleteআমরা অপেক্ষায় থাকি কবি মেহরাব রহমানের কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়ি । আলোকরেখাকে ও আমার প্রিয় কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
ReplyDeleteমেহরাব রহমান অনুর ভিতর পরমাণু " দারুন একটা কবিতা। অনেক ভালো লাগলো কবি।
ReplyDelete