কাছে এসো -গৌতমদত্ত========এমন করে সরতে থাকো স্পর্শ থেকেকারণ যে কী, সেটাই এখন আমার কাছেঅনেক দামীএকলা বসে দুচোখ দিয়ে স্মৃতি আঁকিএই তো সেদিন তোমার চলায় গন্ধ ছিলশাড়ির ভাঁজে উথাল পাথাল ছন্দ মেলাট্রাম রাস্তার ফুটপাথেতে তড়িৎ চলাআমার কাছে শরৎ মেঘের টুকরো ছটাদিকবিদিকে কৃষ্ণচূড়া কমলা আলোয়চোখের পাতায় নিবিড় রাতের তন্দ্রা আনে।চারদিকেতে শান্তিবিহীন ভেপার আলোপাখপাখালি রাতের ঘুমে ছন্নছাড়াওদের মত আমার চোখেও রাতের তারাডাক দিয়ে যায় প্রতিদিনই একলা হ’লে।এমন করে বাঁচা কি যায় তুমিই বলোআবার কবে স্পর্শ দেবে আবোলতাবোলবুকের মাঝে তোমার জগৎ ঝলমলিয়েজেনে রেখো বাঁচার মানে তোমার থাকা।
©গৌতমদত্ত১৪ সেপ্টেম্বর, ২০২১http://www.alokrekha.com
কবি গৌতম দত্ত-এর "কাছে এসো" - অনবদ্য প্রেমের কবিতা ! একজন প্রেমিক কবির কাছ থেকে এমন অভিব্যক্তি কাম্য । খুব ভাল লাগলো পড়ে। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।
ReplyDeleteকবি গৌতম দত্ত-এর "কাছে এসো" অনবদ্য কবিতা !খুব ভাল লাগলো পড়ে। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।
ReplyDelete