আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কাছে এসো --------- গৌতমদত্ত ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কাছে এসো --------- গৌতমদত্ত




    কাছে এসো -
    গৌতমদত্ত
    ========
    এমন করে সরতে থাকো স্পর্শ থেকে
    কারণ যে কী, সেটাই এখন আমার কাছে
    অনেক দামী
    একলা বসে দুচোখ দিয়ে স্মৃতি আঁকি
    হলদে-সবুজ সর্ষেক্ষেতের ঢেউ খেলে যায়।
    এই তো সেদিন তোমার চলায় গন্ধ ছিল
    শাড়ির ভাঁজে উথাল পাথাল ছন্দ মেলা
    ট্রাম রাস্তার ফুটপাথেতে তড়িৎ চলা
    আমার কাছে শরৎ মেঘের টুকরো ছটা
    দিকবিদিকে কৃষ্ণচূড়া কমলা আলোয়
    চোখের পাতায় নিবিড় রাতের তন্দ্রা আনে।
    চারদিকেতে শান্তিবিহীন ভেপার আলো
    পাখপাখালি রাতের ঘুমে ছন্নছাড়া
    ওদের মত আমার চোখেও রাতের তারা
    ডাক দিয়ে যায় প্রতিদিনই একলা হ’লে।
    এমন করে বাঁচা কি যায় তুমিই বলো
    আবার কবে স্পর্শ দেবে আবোলতাবোল
    বুকের মাঝে তোমার জগৎ ঝলমলিয়ে
    জেনে রেখো বাঁচার মানে তোমার থাকা।

     

    ©গৌতমদত্ত
    ১৪ সেপ্টেম্বর, ২০২১

     http://www.alokrekha.com

    2 comments:

    1. জয়দেব স্যান্নালSeptember 14, 2021 at 3:25 PM

      কবি গৌতম দত্ত-এর "কাছে এসো" - অনবদ্য প্রেমের কবিতা ! একজন প্রেমিক কবির কাছ থেকে এমন অভিব্যক্তি কাম্য । খুব ভাল লাগলো পড়ে। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।

      ReplyDelete
    2. রায়হান শফিকSeptember 14, 2021 at 3:53 PM

      কবি গৌতম দত্ত-এর "কাছে এসো" অনবদ্য কবিতা !খুব ভাল লাগলো পড়ে। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ