এক টুকরো কাগজ !
- সানজিদা রুমি
যদি বলি, কি আর তেমন?
সামান্য এক টুকরো কাগজ বৈ তো নয়!
অথচ দেখ,
কত অসামান্য
আর কত গূঢ় ক্ষমতাধর এক টুকরো কাগজ !
জলে ভাসাই নাও অনুমতি এক টুকরো কাগজ
একরাশ আনন্দে ওড়ে আকাশের ঘুড়ি,
এক টুকরো কাগজ।
যুদ্ধের বারতা আনে এক টুকরো কাগজ।
প্রতিদিনের তাজা খবর অথবা প্রিয়র প্রথম
চিঠি
এক টুকরো কাগজই তো ! --
জন্মের প্রমান পত্র - ইহধাম ত্যাগে
প্রমান
এক টুকরো কাগজ।
ফাঁসির আদেশ এক টুকরো কাগজ
মুক্তির বার্তা এক টুকরো কাগজ।
বিশ্ব বাজারে মুদ্রা মান নির্ণায়ক -
এক
টুকরো কাগজ
যত সব অনিষ্টের মূল ঐ এক টুকরো কাগজ !
কবিতায় প্রেম এক টুকরো কাগজ
বিধিলিপি লেখা এক টুকরো কাগজ !
দেশ ভাগ করে দেয় এক টুকরো কাগজ
ধর্মের নামে অধর্ম এক টুকরো কাগজ
লটারির স্বপ্ন ছাপে এক টুকরো কাগজ
জমির দলিল এক টুকরো কাগজ
সব কিছু ছিনিয়ে নিয়ে সর্বশান্ত করে
ওই এক টুকরো কাগজ !
দৈনন্দিন প্রতি কাজে প্রয়োজন এক টুকরো কাগজ
কত মূল্যবান অথচ মূল্যহীন,
এক টুকরো কাগজ
কিচ্ছু নয় তবু সব কিছু - এক টুকরো কাগজ
কি আজব এই এক টুকরো কাগজ!
সানজিদা রুমির এক টুকরো কাগজ ! কবিতাটা পড়ে মনটা ভরে গেলো। কি গভীরতা কবিতার মাঝে। অনেক অনেক শুভেচ্ছা।
ReplyDeleteকি ভীষণ সত্য সানজিদা রুমির এক টুকরো কাগজ ! আমরা সানজিদা রুমি লেখা কম পাই কিন্তু যখন তিনি লেখেন সে কবিতায় হোক অথবা অন্য কোন বিষয় তা অনবদ্য। কাগজ আমার জীবনের অপরিহার্য অংশ। কি আজব এই এক টুকরো কাগজ! আর এই কাগজের প্রয়োজনীয়তা সুন্দরভাবে অঙ্কিত করেছেন তার কবিতায়। খুব ভালো লাগলো। জয় আলোকরেখা।
ReplyDeleteকি ভীষণ সত্য সানজিদা রুমির এক টুকরো কাগজ ! কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো।
ReplyDeleteকি ভীষণ সত্য দৈনন্দিন প্রতি কাজে প্রয়োজন এক টুকরো কাগজ কত মূল্যবান অথচ মূল্যহীন, এক টুকরো কাগজ কিচ্ছু নয় তবু সব কিছু - এক টুকরো কাগজ
ReplyDeleteকি আজব এই এক টুকরো কাগজ! সানজিদা রুমির এক টুকরো কাগজ ! কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।
যুদ্ধের বারতা আনে এক টুকরো কাগজ।প্রতিদিনের তাজা খবর অথবা প্রিয়র প্রথম চিঠি এক টুকরো কাগজই তো !জন্মের প্রমান পত্র - ইহধাম ত্যাগে প্রমান এক টুকরো কাগজ।এটাকি আমরা ভেবে দেখেছি আগে কখনো? সানজিদা রুমির এক টুকরো কাগজ !আমাদের ভাবতে শেখালো। এই জন্যই আলোকরেখা আমাদের প্রিয়। নতুনত্বের ভান্ডার। খুব ভালো এক খানা কবিতা। অনেক ভালো লাগলো পড়ে।
ReplyDeleteকবি এখানে জীবনের দিন প্রতিদিন ব্যবহার্য জিনিসের ভেতর থেকে নন্দিনিক ভাবে তুলে এনছেন গভীর দর্শন
ReplyDeleteএখানে দর্শন আর কবিতার অপূর্ব বন্ধন
সাধুবাদ কবি
আমি সমবৃদ্ধ হলাম