-
নিয়াজ শাহিদী
রোদের ঝালরে পোড়ে নরম নিশান
আমি এক নাবালক; দি-চক্রযান।
রোদ পোড়ে; পোড়া রোদ চলে যায় শস্যের পেটে
আমাকে রৌদ্র করো; যা-টুকুন বাকি আছে লুটেপুটে চেঁটে
রোদেরা দাঁড়াক সটান
আমি এক দ্বিতল প্রাণী ; চলেছি রাস্তা কেটে।
রোদগুলো ভস্ম হলে - পতপত উড়ে যায় মৃত উল্লাসআমাকে বানিয়ে যায় গজলের সুর;
আমি শুধু ছাঁই গুলো পুষে রাখি আর আভাসে বিভাষে হই রোদ্দুর
রোদের চেহারা ফোটে শস্যের মাঠে; শস্যেরা হাঁটাহাঁটি মাঠে মাঠ
আমি এক নিশানের ওপার বাহন;
নিশানে নিশানে বাঁধি পোড়া রোদ; রোদ-পোড়া লাশ।
আমার বাঁধনে ফোটে রোদের দুয়ার
রোদ এক ছোটাছুটি এ ঘর ও ঘর;
রোদ এক রোদ পোড়া;
আর
আমি এক রোদের নিশান;
ভস্ম ভস্মিভূত
রোদেরা ওখানে বাঁচে; ওখানে ওদের সংসার।
http://www.alokrekha.com
আমরা যারা কবিতা ভালোবাসি তারা সবাই আলোকরেখাকে ভালোবাসি। এখানে নিত্য নতুন কবিতা প্রকাশিত হয় যা আমাদের ভালোলাগার ও আলোচনা সমালোচনার উপজীব্য বিষয়। আর যখন বহুদিন কোন কবিতা পাইনা খুব খারাপ লাগে। আজকের নিয়াজ শাহিদীর - পোড়া রোদ কবিতাটা পরে খুব ভালো লাগলো।
ReplyDeleteনিয়াজ শাহিদীর - পোড়া রোদ কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।কবির উপমা প্রশংসনীয়। অনবদ্য অভিব্যক্তি।শুভ কামনা কবি।
ReplyDeleteনিয়াজ শাহিদীর "পোড়া রোদ" কবিতাটা খুব ভালো লাগলো। অনবদ্য কবিতা শুভ কামনা কবি।
ReplyDeleteআমি আলোকরেখার নতুন পাঠক। আমি অনলাইন প্রকাশিত কবিতা পড়তে ভালোবাসি। অনেক ওয়েব সাইটের থেকে আলোকরেখা আমাকে বেশি প্রভাবিত করেছে তার নিজেস্ব স্বকীতায়। এতো সুন্দর সুন্দর কবিতা খুব কম মেলে। সবাই বড় বড় কবিদের কবিতায় তাদের ওয়েব সাইট ভরপুর করে রাখে যা আমরা সবখানেই পাই। কিন্তু আলোকরেখায় নতুন কবিদের কবিতায় পাঠককে আকর্ষিত করে। পুরো আলোকরেখায় প্রকাশিত পড়ছি এখনো শেষ করতে পারিনি। এক একটা লেখা বার বার পড়ছি। বন্ধু আপনজনকেও পড়তে বলছি। অনেক অনেক শুভ কামনা আলোকরেখাকে। নিয়াজ শাহিদীর - পোড়া রোদ কবিতাটা খুব ভালো লাগলো। অনবদ্য কবিতা শুভ কামনা কবি।
ReplyDelete