সম্পর্ক
তাসরীনা শিখা
আজকাল কি কারনে কি ঘটে-
কিছুই বুঝি না।
বুকের ভেতরটা চিনচিন করে,
কেনো এমন হয়?
হৃদয়ের এপাশ ওপাশ
উলট পালট করে দেখি।
বুকের এ শাখায় সে শাখায় ঘুরে বেড়াই –
কই কিছুতো খুঁজে পাইনা।
তাহলে?
তাহলে কেনো এমন হয়?
এমন অনুভূতির জন্য এযে বড্ড অসময় ।
সময় তো সে কবে পেড়িয়ে গেছে।
তাহলে?
তাহলে কি জীবনের এটাও আরেকটি অধ্যায়?
বুকের মাঝে চিনচিন করা-
হৃদয়টা খণ্ড বিখন্ড হয়ে যাওয়া
ভীষণ রকম একটা কষ্টে।
হারিয়ে যাওয়া সম্পর্ক গুলো খুঁজে বেড়াবার।
আসলে সম্পর্ক কি কখনো হারিয়ে যায়?
না যায় না।
তাহলে?
সম্পর্ক গুলো দূরে চলে যায় ,
কথা হয় না, দেখা হয় না।
তারপরও সম্পর্ক গুলো হৃদয়ের এক কোণে থেকেই যায় ।
সম্পর্ক কখনো হারিয়ে যায় না।
http://www.alokrekha.com
আলোকরেখায় নতুন কবির লেখা পেয়ে ভালো লাগলো । লেখাটা সম্পর্কের উপর। সম্পর্ক এমন একটা ব্যাপার যা আপেক্ষিক। আমার কাছে কবির ভাষায় একমত হয়ে বলতে চাই সম্পর্ক কখনো হারায় না। সম্পর্কে টানা পড়োন থাকে। কখন আড়ালে চলে যায় আবার কখনো দূরে কিন্তু সব কিছুর মাঝে সম্পর্কটা রয়েই যায়। খুব ভালো হয়েছে কবিতাটা। ভালো থাকবেন কবি আরো নতুন নতুন কবিতা উপহার দেবেন এই কামনা করি।
ReplyDeleteআলোকরেখায় নতুন কবির লেখা পেয়ে ভালো লাগলো ।তাসরীনা শিখার সম্পর্ক কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। আলোকরেখা আমাদের খুব প্রাণের কাছাকাছি একে সচল দেখলে খুব ভালো লাগে। আলোকরেখা কবিতার ভান্ডার। তাই নতুন নতু কবিতা দিয়ে আশা করবো আমাদের মননকে সমৃদ্ধ করবে।
ReplyDeleteতাসরীনা শিখার সম্পর্ক কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। সাধারণ সাবলীলভাবে তিনি তাঁর মনের প্রকাশ তুলে ধরেছেন। এমন সব কথাই আমাদের মনে উঁকি দেয় আমরা তা খুঁজে ফিরি। কবির এখানেই সৌন্দর্যের প্রকাশ। অনেক অভিনন্দন ও শুভ কামনা। মিতালী মুখার্জি
ReplyDeleteতাসরীনা শিখার সম্পর্ক কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। প্রতিদিন কয়েকবার আলোকরেখায় বিচরণ আমাদের । এখনতো প্রায়ই নতুন কোন লেখা পাইনা তাই পুরোনো গুলিই নেড়ে চেড়ে দেখা। তবুও আলোকরেখা এখন যত অনলাইন কবিতার ওয়েব সাইট আছে তার মধ্যে অন্যতম বলা যায়। আশা করি আমাদের প্রত্যাশা ভঙ্গ হবে না। নতুন কবিতা পাবো।
ReplyDelete