".... পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি ।"
আমার মনের গভীরে একটা বিশ্বাসকে সযত্নে লালিত করেছি আজীবন ! আর যে দু'জন মানুষ সেই বিশ্বাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলো ও জুগিয়েছিলো অনুপ্রেরণা আর সাহস তাঁদের প্রথমজন আমার মা ! একজন সফল ও মানবতার সেবায় নিবেদিত-প্রাণ কোমলমতি চিকিৎসক ! আমাদের সব ভাই-বোনের কাছে একজন আদর্শ ও সর্বংসহা নেত্রী ! আর দ্বিতীয় জন হলেন আমার জীবন সাথী, যিনি আমার কাছে এবং আমার সন্তানদের কাছে সর্বদাই একজন provider এর প্রতিভূ ! না, এমন দু-মানুষের সহচর্যে আমি বখে যাইনি, বরং এই বিশ্বাসে বলীয়ান থেকেছি , " ...... পতাকা যারে দাও, বহিবারে দাও শকতি !"কিন্তু, ঘুণাক্ষরে একটুখানি ইঙ্গিত কোথাও থেকে পাইনি আমি যে আমার ওই বিশ্বাসের ভিত্তিটুকু কতখানি শক্ত তার পরীক্ষা নেয়া হবে তিরিশ দিনের মাথায় ওই দু-জন মানুষকেই আমার জীবন থেকে অদৃশ্য করে দিয়ে ! ওই দুজনের দুটি পতাকাই আমার হাতে ধরিয়ে দিয়ে অকস্মাৎ অদৃশ্য হলেন দু-জনাই কোভিডের দোহাই দিয়ে ! আর আমি এখন দুই পতাকাবাহী সম্মুখ যাত্রী যার মুখের দিকে তাকিয়ে আছে অনুসারী দু-দুটি দল তাদের সাঙ্গ-পাঙ্গ নিয়ে ! শুরু হয়েছে এবং চলবে আমার পতাকা বহনের শকতির পরীক্ষা !
"আলোকরেখা"র অগুনতি পাঠকের কাছে করজোড়ে প্রার্থনা আমার দীর্ঘ অনুপস্থিতির জন্যে !
আমার হয়ে "আলোকরেখা"র অনেক কাছের একজন মানুষ আমার জীবনের উপাখ্যানকে প্রতক্ষ্য করেছেন এবং আমাকে শান্তনা দিতে এটি গ্রন্থনা করেছেন !
আমার পতাকা বহনের জন্যে যে শকতির প্রয়োজন পড়বে প্রতিদিন, তার যোগান যে হবে "আলোকরেখা"র অগুনতি পাঠকের প্রার্থনা প্রসূত, সেটাই আমার একমাত্র ভরসাস্থল!
আমার পতাকা বহনের জন্যে যে শকতির প্রয়োজন পড়বে প্রতিদিন, তার যোগান যে হবে "আলোকরেখা"র অগুনতি পাঠকের প্রার্থনা প্রসূত, সেটাই আমার একমাত্র ভরসাস্থল!
আমরা আলোকরেখাকে ভালোবাসি। আলোকরেখার সাথেই আছি। খুব খারাপ লাগলো সানজিদা রুমির লেখাটা পড়ে। স্বজন হারানোর বেদনা অনেক কষ্টকর। প্রার্থনা করি ওনার কষ্ট লাঘব হোক। অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteভালোবাসি আলোকরেখা পড়তে । আলোকরেখার সাথেই থাকি । নুতন কিছু না পেলে পুরোনো লেখাগুলোই পড়ি। অনেক অভিমান হয়েছিল বহুদিন সানজিদা রুমির অনুপস্থিতিতে। আজকের লেখাটা পড়ে খুব খারাপ লাগলো। দুজন প্রিয় মানুষের পরপারে চলে যাওয়া অনেক কষ্টের। ঈশ্বর তাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিন এই প্রার্থনা করি।
ReplyDeleteসানজিদা রুমির লেখাটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু এত সুন্দর করে স্বজন হারানোর ব্যথাটা সেটাই একটা সাহিত্য হয়ে উঠেছে। এখানেই লেখকের সার্থকতা। ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখা যায় না। প্রার্থনা করি উনি এই কষ্ট লাঘব হোক। অনেক ভালোবাসা ও শুভ কামনা।
ReplyDeleteসানজিদা রুমির সমীপে বলছি " পতাকা বহনের জন্যে যে শকতির প্রয়োজন পড়বে প্রতিদিন, তার যোগান যে হবে "আলোকরেখা"র অগুনতি পাঠকের প্রার্থনা প্রসূত, সেটাই আমার একমাত্র ভরসাস্থল!" এই কথাগুলো আমাদের সাথে ভাগ করে নেবার জন্য এবং প্রিয় আলোকরেখার পাঠকদের প্রতি আস্থা জ্ঞেপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক প্রার্থনা।
ReplyDeleteসানজিদা রুমির কষ্ট এই লেখার মাধ্যমে সাহিত্যের এক অসীম দিক। নিজের স্বজন হারানোর বেদনা যে এত সুন্দর করে বর্ণনা করা যায় এই লেখাটা না পড়লে জানা হয়তো হত না। আর সাগরিকা আর সৈকতের ভিডিওটা চোখের পাতা ভিজিয়ে দিল। শত কষ্টের মাঝেও বলবো "সুন্দর অতি সুন্দর "
ReplyDeleteসানজিদা রুমির দীর্ঘ দিন অনুপস্থিতিতে ওনার ওপর বেশ রাগই হয়েছিল।নুতুন লেখা না পেয়ে পুরানো লেখাই চর্বিত চর্বন করতাম। আজ তাঁর লেখা পড়ে অশ্রু সজল হল। প্রিয়জন হারানোর ব্যথা আমি বুঝি। তাই সানজিদা রুমির কষ্টের সাথে নিজেকে মেলাতে পারছি। সৈকতের আর ফেরা হলো না ভেবেই মনে মোচড় দিয়ে উঠলো। দারুন কষ্টের। অনেক ভালোবাসা।
ReplyDeleteসানজিদা রুমির ব্যথায় আমরা মর্মাহত। ভিডিও বার্তা ব্যথাতুর। আমরা আপনার পাশে আছি। মন খারাপ করবেন না। আমরা আলোকরেখার সাথে ছিলাম ,আছি ও থাকবো। কষ্টকে নিজের দুর্বলতা নয় লেখার শক্তিতে রূপান্তরিত করুন। অনেক ভালোবাসা ও শুভাশীষ আমাদের পক্ষ হতে।
ReplyDeleteসানজিদা রুমির লেখাটা দারুন। প্রতিটি কথা মর্মস্পর্শী। আপনি ভালো থাকবার চেষ্টা করুন আমরা আপনার তথা আলোকরেখার সাথে আছি। এক বুক ভালবাসা।
ReplyDeleteএই লেখার প্রতিটি শব্দে লেখা আছে সানজিদা রুমির ব্যাথা যা আমরা উপলব্ধি করতে পারি এই লেখনীর মাধ্যমে। ভিডিওটা দেখে শুনে চোখের পানি ধরে রাখতে পারি নি। বুকের ভিতরে অচেনা সাগরিকার জন্য কষ্ট মোচড় দিয়ে উঠলো। প্রার্থনা করি তোমার কষ্ট ঈশ্বর লাঘব করুন। আর আমরা তোমার সাথে আছি। সাথে আছে আলোকরেখার অগণিত পাঠক। ভালো থাকার চেষ্টা কোরো। অনেক আদর আর ভালোবাসা।
ReplyDeleteসানজিদা ও তাঁর বর আমার নিকতম মানুষ
ReplyDeleteপ্রাণের মানুষ
ভাইকে প্রথম পরিচয়েই খুব ভালো লেগেছিলো
আমি ভাবতেও পারিনি তাঁকে এতো তাড়াতাড়ি হারাতে হবে
আর দেখা হবেনা ভাবতে কষ্ট হয়
রুমির এই লেখাটা আমাকে বেদনায় নীল করেছে
ভাইর জন্য বিনম্র শ্রদ্ধা
আকাশের ঠিকানায় তিনি অনেক ভালো থাকুন এই দোয়া