http://www.alokrekha.com
Home »
অতিথিদের লেখা কবিতা
,
কবিতা
,
কবিতা।
,
সুনিকেত চৌধুরী
» কোভিডের অপর প্রান্তে ! - সুনিকেত চৌধুরী
কোভিডের অপর প্রান্তে ! - সুনিকেত চৌধুরী
কোভিডের অপর প্রান্তে !
- সুনিকেত চৌধুরী
চামেলীর সুগন্ধে সদানন্দ জেগে থাকে
সন্ধ্যা থেকে সকাল অবধি
অপেক্ষায় থাকে মিতালী নামের একজনের!
চেতনার বোধ থেকে ধীরে অতি ধীরে
উদ্ভাসিত হয় হাজার ভোল্টের আলোককণা,
ধরিত্রীর শেষপ্রান্তে ধেয়ে যায়
অপসৃয়মান শব্দাবলী !উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম
আর ওপর-নীচের সীমানা পেরিয়ে
সীমারেখা টেনে দেয়া হয় নিরবতার রঙয়ে !
অর্থহীন হয়ে যায় সাদা কিংবা গেরুয়ার রঙ !
শব্দহীন হয়ে যায় তাবৎ কান্না
রঙ হারা হয় চুনি-পান্না !
উৎসবমুখর অপরপ্রান্তে দাঁড়িয়ে
অজন্তার অগ্রগামী নতুন পরিচয়
নবারুন প্রভায় নতুন নাচের মুদ্রার মত
আড়াল করে দেয় চোখের কোণে
চিকচিক করা হীরক খন্ডের মত অশ্রুজল !
সুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে বড়ই আনন্দিত হলাম। কতদিন পর। ভেবেছিলাম উনি বোধ হয় আর আলোকরেখায় লিখছেন না। অন্য কোথায় অনেক খোঁজাখুঁজির পরও পাইনি ওনার লেখা কবিতা। খুব ভালো লাগলো কবিতাখানি। অনেক ভালো থাকবেন। ভালোবাসা।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে খুব ভালো লাগছে। কোভিডের অপর প্রান্তে যে আলোর দিশা তিনি দেখিয়েছেন তা প্রশংসনীয়। এখানে সদানন্দ আশায় যে বুক বেঁধেছে তা এই সংকট মুহূর্তে আমাদের সাহস জোগায়। খুব ভালো লাগলো। শুভ কামনা।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে খুব ভালো লাগছে। "কোভিডের অপর প্রান্তে" এক অনবদ্য। দারুন কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন আলোর নতুন দিনের! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDelete"কোভিডের অপর প্রান্তে" এক অনবদ্য, দারুন কবিতা। সুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে খুব ভালো লাগছে। শব্দ প্রক্ষেপন বিষয়বস্তু অনন্য। শুভ কামনা।
ReplyDelete"কোভিডের অপর প্রান্তে" এক দারুন কবিতা। সুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে খুব ভালো লাগছে। বলে বোঝাতে পারবো না। আমার প্রিয় কবির অপেক্ষায় প্রহর গুনি। কিন্তু না পেয়ে হতাশ হয়েছি। আজ পেয়ে উৎফুল বোধ করছি। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteমন খারাপ করা দিন মানেই কবিতা পড়া। আর তা যদি হয় প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতা তবেতো সোনায় সোহাগা। কতদিন পর এই সুযোগ পেলাম। "কোভিডের অপর প্রান্তে" এক দারুন কবিতা। পড়ে এক দারুন অনুভূতি হলো। প্রতিটি শব্দে কোথায় অপূর্ব এক অনুভূতি। খুব ভালো।
ReplyDeleteকি যে ভালো লাগছে "কোভিডের অপর প্রান্তে" এক দারুন কবিতা পড়ে। কতদিন অপেক্ষা করেছি। আজ এই অপেক্ষার অবসান হলো। কতবার যে পড়েছি। বারবার পড়ে মনে প্রশান্তি এসেছে। প্রতিটি শব্দে কথায় অপূর্ব এক অনুভূতি।সুনিকেত চৌধুরী আমার ভালোবাসা। আমার করোনাকালে কেবল সুনিকেতকেই আমার কষ্ট নিবারণ করেছে। ঘুরে ফিরে আলোকরেখায় সুনিকেতকের কবিতা পড়েছি। আজকের এই কবিতাও কোরোনাকে নিয়ে। কবি আমার অন্তরে বসত করে। অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর "কোভিডের অপর প্রান্তে" ভাল কবিতা ।বিষয় বস্তুর সাথে নামকরণের কি সামঞ্জস্য তা বোধগম্য হলো না। কবি যদি একটু বুঝিয়ে বলতেন তা যথাযুক্ত হত।
ReplyDelete