নৌকাডুবি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র, যা জানুয়ারি ২০১১-তে মুক্তি পায়।চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর-এর একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। এটি একটি সামাজিক এবং গভীর আবেগপ্রবণ একটি চলচ্চিত্র।নৌকা ডুবি ছবিটি দেখতে হলে ক্লিক করুন Watch on YouTube

Home »
উপন্যাস
,
চিত্তে ঋতুপর্ণ
,
ছবি ও ভিডিও
,
রবীন্দ্রনাথ
» নৌকাডুবি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র
নৌকা ডুবি ছবিটি দেখলাম খুব ভালো লেগেছে। ঋতুপর্ণ ঘোষ আমার খুব প্রিয় একজন মানুষ। তিনি ছিলেন একাধারে একজন সফল চিত্র পরিচালক ,অভিনেতা, আবৃত্তিকার ও উপস্থাপক। বহু গুনের অধিকারী এই মানুষটি বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে। ধন্যবাদ আলোকরেখা।
ReplyDeleteআলোকরেখা আমার ভালো লাগে এখানে সব কিছু পাওয়ার সৌভাগ্য মেলে। নৌকা ডুবি ছবিটি দেখলাম খুব ভালো লাগলো।
ReplyDeleteঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র "নৌকাডুবি" দারুন। অনেক উপভোগ করেছি আমরা বাড়ির সবাই। আলোকরেখাকে অনেক ধন্যবাদ।
ReplyDeleteঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র "নৌকাডুবি" দেখে খুব ভালো লাগলো। হিন্দি বলিউডের চলচ্চিত্রের ডামাডোল। সেখানে ভালো একটা বাংলা ছবি দেখা হয়ে উঠে না। আলোকরেখায় এমন একটা উদ্যোগ প্রশংসার দাবিদার। আশা করবো ভালো ভালো আরো চলচ্চিত্র আমরা দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র "নৌকাডুবি" দেখে খুব ভালো লাগলো।
ReplyDelete