সাঁইত্রিশ লক্ষ ভালোবাসা!!
বর্তমানের এই ডিজিটাল যুগে আমি যদি খুঁজি একটি নিক্তি, একটা কিছু পরিমাপের জন্যে নিক্তি, তাহলে আমাকে যে অনেক যুক্তি তর্ক দাড় করতে হবে তা সহজেই অনুমেয় ! প্রথমেই যে যুক্তিটাকে খণ্ডন করতে হবে সেটা হলো, মাপার জন্যে যে নিক্তি আর বাটখারা সেটা তো আদ্যিকালের কায়-কারবার ! কি মাপতে হবে সেটা জানালেই তো ঝটপট জানা যাবে কোন ডিজিট আর কোন মাধ্যমটি ব্যবহার করার প্রয়োজন হবে! পুরো ব্যাপারটা একটু সহজ বলে মনে হলেও আমি যে জিনিষটা পরিমাপ করার নিক্তি খুঁজছি, সেটার নাম "ভালোবাসা"!
এই পৃথিবীর জন্যে কোভিড অতিক্রান্ত একটা সময় আসবে এই বিশ্বাসটুকু ধারণ করে রেখেছিলাম বুকের ভেতরে! এক মাস, দু'মাস এমনি করে প্রতিদিন একটি করে দিন পার করছিলাম আর দিগন্তে একটা নতুন দিনের, একটা নতুন ভোরের অপেক্ষায় চলছিলো দিন গুজরান! কিন্তু দিন-সপ্তাহ-মাস পার হয়ে অতিক্রান্ত প্রায় দু'বছরের মাথায় কোরোনা /কোভিড একটু ম্রিয়মান হলেও এখনো দিগন্তে পুরোপুরিভাবে মিলিয়ে যায়নি এর অস্তিত্বের কালো ছায়া ! আর সেই সাথে মানব হৃদয়ের বুকে নিদারুণভাবে জেঁকে বসে আছে প্রিয়জন হারানোর দগদগে ক্ষত ! এমতাবস্থায় চারদিক হাতড়িয়ে খুঁজছি ব্যাথা উপশমের মলম! হদিস মেলেনি কোথায় গেলে পাওয়া যাবে সেই মহৌষধ!
মুখে হাসির মুখোশ পড়া দুঃসহ বেদনা ভারাক্রান্ত দিনগুলো নিতান্ত যান্ত্রিকতায় পরিণত হচ্ছিলো রাতে আর তার পরবর্তী দিনে ! এরই মাঝে একদিন একান্ত নিভৃতে যখন গুনতে শুরু করলাম আমার আশীর্বাদগুলো, আমার blessings গুলো, তখনি প্রয়োজন দেখা দিলো সেই নিক্তির ! যা দিয়ে আমি পরিমাপ করতে পারবো আমার জীবনের এযাবৎ পাওয়া সব ভালোবাসার ! এবং যে ভালোবাসার পাত্রে এখনো জমা পড়েই চলেছে অফুরন্ত ভালোবাসা!
আলোকরেখার সাঁইত্রিশ লক্ষ পাঠকের এই ভালোবাসা আমার স্ফীত ভালোবাসা একাউন্টেরই একটি অংশ! যেটার পরিমাপের নিক্তি আমি কোনোদিনই খুঁজে পাবো না!
Home »
০০০) পাঠক ধন্য আলোকরেখা !
,
এক মিলিয়ন ........... পাঠক !!!!!!!!!!!
,
নয় লক্ষ(৯
» সাঁইত্রিশ লক্ষ ভালোবাসা!!
কি যে আনন্দ লাগছে দেখে যে আজ আলোকরেখা ৩৭ লক্ষে এসে পৌঁছেছে।আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।আর লেখাটা এত বেশি হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী তা প্রশংসনীয়। সানজিদা রুমির লেখার হাত আমার খুব প্রিয়। ভালো থেকো।
ReplyDeleteকি যে ভাল লাগছে আজ আলোকরেখা সাঁইত্রিশ লক্ষ পাঠক ছাড়িয়েছে।আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।আর লেখাটা এত সুন্দর ও মর্মস্পর্শী তা বলার অপেক্ষা রাখে না । সানজিদা রুমির লেখা আমার খুব প্রিয়।ভাল থাকবেন।
ReplyDeleteআলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি---
ReplyDeleteআলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে ।
ReplyDeleteআলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর হোক এই কামনা করি।অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। আশা করি এর পর থেকে নিয়মিত লেখা পাবো
ReplyDeleteআলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর হোক এই কামনা করি।অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। ৩৬ লক্ষ পাঠক লেখাটা অনন্য বার্তা বহন করে। এত সুন্দর লেখা প্রশংসার দাবীদার। সানজিদা রুমিকে শুভ কামনা এমন একটা লেখা লেখার জন্য।
ReplyDelete