পথযাত্রা
- সুনিকেত চৌধুরী।
সান্ধ্যকালীন কৌমার্যের কুহকিনী কৌলিন্যে
বিমোহিত বিহ্বলতায় উদ্বেলিত হৃদয়স্পন্দন
টেনে নেয় অদৃষ্টের অলিখিত অধ্যায়ের
পরবর্তী পরিক্রমায় ! যাত্রাশুরু নাকি শেষ
সবিশেষ সনির্বন্ধ ষষ্টাঙ্গ প্রণামে
যাপিত জীবনের আহাজারি আর অমৃত বাসনা
সম্বল করে শুধুই বর্তমানে বাস অনিমেষ!
অযাচিত নির্মল আনন্দের অবগাহনে
অপরূপ নৈস্বর্গে নির্মোহ নিভৃতচারণ
তবুও আচম্বিতে অস্পৃশ্য অচলায়তন
http://www.alokrekha.com
এতদিন পর প্রেমের কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পড়ে খুব ভালো লাগছে।পথযাত্রা কবিতা কি তার গভীরতা। অনেক দীর্ঘ কবিতায় মনের ভাব প্রকাশে অসর্মথ থাকে কবি। অথচ কিছু বাক্যে কবি সুনিকেত ফুটিয়ে তুলেছেন মনের কথা। হৃদয় স্পর্শী অনবদ্য কবিতা। ভালো থাকুন এই কামনা কবি।
ReplyDeleteএতদিন পর আলোকখায় নিতুন লেখা পেয়ে খুব ভালো লাগলো। তও আবার আমাদের প্রিয় প্রেমের কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা। হৃদয় স্পর্শী অনবদ্য কবিতা। পড়ে খুব ভালো লাগছে।পথযাত্রা কবিতায় কবি সুন্দর শব্দাবলী ও গহীন ভাবের প্রকাশ করেছেন। খুব ভালো থাকবেন কবি.অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteএতদিন পর আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পেয়ে আমার হৃদয় উৎফুল্ল ! পড়ে খুব ভালো লাগছে। কতদিন পাইনি কবিতা তাঁর। আমি উম্মুখ হয়ে বসে থাকি কবি সুনিকেতের একখানা কবিতার জন্য। আমি নতুন কবিতা না পেয়ে পুরানো কবিতাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তবুও মন মানে না। আজ নতুন কবিতা পেলাম। আমার অক্ষমতা আমি বিশেষ হৃদয়ঙ্গম করতে পারিনি । তবে কবিতা পাঠ করে আমি খুব উৎফুল।কবি আমার জন্য সহজ করে যদি দু কলম লিখতেন তবে আমি ধন্য হতাম। আমার সম্পাদকের সমীপে নিবেদন উনি যেন আমার প্রিয় কবিকে অনুরোধ করেন। অনেক অনেক ভালোবাসা হৃদয়ের অন্তোষস্থল হতে।
ReplyDeleteবহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা লেখা কবিতা পেয়ে খুব ভালো লাগছে। আমরা আলোকরেখার পথ চেয়ে বসে থাকি কবি সুনিকেতের কবিতার জন্য। আমি নতুন কবিতা না পেয়ে পুরানো কবিতা পড়ি। তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তবুও মন মানে না। আজ নতুন কবিতা পেলাম। পথযাত্রা কবিতায় জীবনের প্রফুল্ল বিহ্বলতায় হৃদস্পন্দন টেনে আনে অলক্ষ্যের অলিখিত অধ্যায়পরবর্তী চক্রে! যাত্রার শুরু বা শেষ। দারুন অভিব্যক্তি। শুভকামনা কবির জন্য।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরী ভালোবাসায় ধন্য হৃদয় সবার !পথযাত্রা কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। আমি আলোকরেখার নুতুন পাঠক। খুব ভালো লাগলো এই ওয়েব সাইটটা। এক জন পাঠকের জ্ঞানের তৃষ্ণা মেটানোর জন্য উপযুক্ত। বিশেষ করে কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা। আলোকরেখার মঙ্গল কামনা করি।
ReplyDeleteবহু প্রতীক্ষিত কবি সুনিকেত চৌধুরীর কবিতা পথযাত্রা। খুব ভালো লাগলো। শব্দ চয়ন অনবদ্য ও উচ্চ মার্গীয় ভাবের প্রকাশ হৃদয়গ্রাহী।
ReplyDeleteআবার আলোকরেখাকে লেখনীতে সরব দেখে খুবই ভালো লাগলো। আশা করি আলোকরেখায় এখন থেকে নতুন নতুন লেখা পাবো । অনেক শুভকামনা ।
ReplyDeleteপ্রতিদিনই প্রায় আলোকরেখা খুলে বসি। অভ্যেস বলতে পারা যায়। হতাশ হই যখন নতুন কিছু পাই না তখন খুঁটে খুঁটে পুরোনো লেখায় পড়ি। ভালো লাগে তবুও। আজ প্রিয় কবি সুনিকেত চৌধুরীর লেখাটা পেয়ে আনন্দিত হলাম। খুব ভালো লাগার একখানি কবিতা। অনেক ভালোবাসা কবিকে।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর অনন্য কবিতা। খুব ভালো লাগলো।কবি সুনিকেত চৌধুরী আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা ব্যবহারে সুদক্ষ ।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ ঘটে তাঁর কবিতায়।অনেক অনেক শুভ কামনা আর অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা।
ReplyDelete