- সুনিকেত চৌধুরী
কাঙ্খিত সবুজ আর নবান্নের ঘ্রাণ আমি নেই
তোমার ঘামে ভেজা গ্রীবায় নাক ঘষে!
আমি আকাশটাকে আলিঙ্গন করি
তোমার বুকের সাথে লীন হয়ে !
আমি রাগ ভৈরবী আর ত্রিতালে নিমগ্ন হয়ে যাই
আমি সাত-সমুদ্র তেরো নদী দূর থেকে জেনে যাই
আমাতে নিমগ্ন হও তুমি প্রতি দিনের কোন প্রহরে;
আমি জেনে যাই ভালোলাগার আবেশে আপ্লুত
তোমার তনু-মন, তোমার বুকের ওঠা-নামা!
আমি শুনে ফেলি, জেনে যাই
আমি তোমার কত প্রিয়!
নিমীলিত, নিবেদিত, উন্মুক্ত তোমাকে
আমি ছুঁই আমার দু-হাতে স্পর্শের পবিত্রতায়
তারপর হয়ে যাই বিলীন
মহাবিশ্বের বিশালতায়!
http://www.alokrekha.com
কবি সুনিকেত চৌধুরীর তোমার সাথে ! অনবদ্য এক ভালোবাসার কবিতা। খুব ভালো লাগলো বেশ কিছুদিন পর আলোকরেখায় কিছু প্রকাশিত হল তাও কবি সুনিকেতের কবিতা যা আমাদের আনন্দ দান করে। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteতোমার সাথে ! কবি সুনিকেত চৌধুরীর অনন্য কবিতা। খুব ভালো লাগলো।কবি সুনিকেত চৌধুরী আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা ব্যবহারে সুদক্ষ ।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ ঘটে তাঁর কবিতায়।অনেক অনেক শুভ কামনা আর অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা।
ReplyDeleteতোমার সাথে ! কবি সুনিকেত চৌধুরীর অনন্য কবিতা। খুব ভালো লাগলো।কবির হৃদয় অনুভূতির গভীর প্রকাশ ঘটে তাঁর কবিতায়।কাঙ্খিত সবুজ আর নবান্নের ঘ্রাণ নিয়ে ঘামে ভেজা গ্রীবায় নাক ঘষে!আকাশটাকে আলিঙ্গন করে বুকের সাথে লীন হয়ে যাওয়া এক অনবদ্য ভালোবাসার কথা বলে! খুবই ভালো লাগলো। শুভেচ্ছা অমলিন।
ReplyDeleteপ্রতিদিনই প্রায় আলোকরেখা খুলে বসি। অভ্যেস বলতে পারা যায়। হতাশ হই যখন নতুন কিছু পাই না তখন খুঁটে খুঁটে পুরোনো লেখায় পড়ি। ভালো লাগে তবুও। আজ প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে আনন্দিত হলাম।তোমার সাথে ! খুব ভালো লাগার কবিতা। অনেক ভালোবাসা কবিকে।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে খুব আনন্দিত। নিমীলিত, নিবেদিত, উন্মুক্ত ছোঁয়া দু-হাতে স্পর্শের পবিত্রতায় তারপর বিলীন হয়ে মহাবিশ্বের বিশালতায়। অনন্য উপমার ব্যবহার। তোমার সাথে ! অনুপম, অপ্রতিম খুব ভালো লাগার কবিতা। অনেক ভালোবাসা কবিকে।
ReplyDeleteবহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা লেখা কবিতা পেয়ে খুব ভালো লাগছে। আমরা আলোকরেখার পথ চেয়ে বসে থাকি কবি সুনিকেতের কবিতার জন্য। আমি নতুন কবিতা না পেয়ে পুরানো কবিতা পড়ি। তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তবুও মন মানে না। আজ "তোমার সাথে !" নতুন কবিতা পেলাম। দারুন অভিব্যক্তি। শুভকামনা কবির জন্য।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে খুব আনন্দিত। "তোমার সাথে !" পড়ে কি যে ভালো লাগলো। আমার দু-হাতে স্পর্শের পবিত্রতায় তারপর হয়ে যাই বিলীন মহাবিশ্বের বিশালতায়! এ যেন আমার মনের কথা কবির কাছে প্রশ্ন কিভাবে এতো সুন্দর লেখেন। অনেক অনেক ভালবাসি কবিতা ও কবিকে।
ReplyDelete