আমাদের আঞ্চলিক কবি দেবব্রত সিংহ আমার খুব প্রিয় কবি। এতদিন তার আঞ্চলিক কবিতা পাঠ শুনেছি। আজ এই ভিন্নধর্মী কবিতাটা শুনে ভালো লাগছে। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা।
আলোকরেখা আমাদের প্রিয় এ ওঠার অন্যতম কারণ হচ্ছে এখানে আমাদের মন ও মননের চাহিদা মেটে। শুধু কবিতা বা সাহিত্যই নয়। জীবনের নানান দিক তুলে ধরার পাশাপাশি আরো অনেক অজানা কিছু তুলে ধরে। আঞ্চলিক কবি দেবব্রত সিংহ একজন বাংলাভাষী কবিতার কবি কিন্তু তার আঞ্চলিক বা সাঁওতালি কবিতাই আমরা বেশি শুনেছি। আজ এই ভিন্নধর্মী কবিতাটা শুনে ভালো লাগছে। তাও আবার কবির নিজ কণ্ঠে। খুব ভালো লাগলো। ধন্যবাদ আলোকরেখা।
দেবব্রত সিংহ-এর কণ্ঠে তার একাদশী কবিতাটা ভালো লাগলো।
ReplyDeleteআমাদের আঞ্চলিক কবি দেবব্রত সিংহ আমার খুব প্রিয় কবি। এতদিন তার আঞ্চলিক কবিতা পাঠ শুনেছি। আজ এই ভিন্নধর্মী কবিতাটা শুনে ভালো লাগছে। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা।
ReplyDeleteআলোকরেখা আমাদের প্রিয় এ ওঠার অন্যতম কারণ হচ্ছে এখানে আমাদের মন ও মননের চাহিদা মেটে। শুধু কবিতা বা সাহিত্যই নয়। জীবনের নানান দিক তুলে ধরার পাশাপাশি আরো অনেক অজানা কিছু তুলে ধরে। আঞ্চলিক কবি দেবব্রত সিংহ একজন বাংলাভাষী কবিতার কবি কিন্তু তার আঞ্চলিক বা সাঁওতালি কবিতাই আমরা বেশি শুনেছি। আজ এই ভিন্নধর্মী কবিতাটা শুনে ভালো লাগছে। তাও আবার কবির নিজ কণ্ঠে। খুব ভালো লাগলো। ধন্যবাদ আলোকরেখা।
ReplyDelete