ষষ্ঠপদী ধ্রুপদ
মেহরাব রহমান
জীবন ফুরায়
অথচ কাজ কৈ ফুরায়?
আমি স্বপ্ন পান করি গেলাশে গেলাশ!
তাই বুঁদ হয়ে থাকি পারোলৌকিক
চুরচুর… মদমত্ত… সাকি ও সুরায়
১৪ মার্চ, মঙ্গলবার, ২০২৩ ইং
টরোন্টো
লেখকঃ সব্যসাচী দেব
সর্বমোট পোস্ট করেছেনঃ ৫ টি
সর্বমোট মন্তব্য করেছেনঃ ২৬৩ টি
সর্বমোট পঠিত হয়েছে ২৩৩৯৮ বার
নন্দিত হয়েছেনঃ
কৃষ্ণা কবিতা
"ষষ্ঠপদী ধ্রুপদ" কবিতায় কবি মেহরাব রহমান অল্প কথায় জীবন বোধের চিত্র অঙ্কন করেছেন। খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি মেহরাব রহমান "ষষ্ঠপদী ধ্রুপদ" কবিতায় স্বল্প কথায় ও বিশেষ শব্দ প্রয়োগে জীবনের কথা তুলে ধরেছেন। আসলেও জীবন ফুরায় জীবনের কাজ তো রয়েই যায়। জীবনের খাতা অপূর্ন রয়ে যায়। খুব ভালো এক খানি কবিতা। অনেক ভালোবাসা কবিবর।
ReplyDeleteকবি মেহরাব রহমান সাধারণত দীর্ঘ কবিতা লিখে থাকেন। "ষষ্ঠপদী ধ্রুপদ" এই কবিতায় তিনি পরিমিত ও শুদ্ধ শব্দ প্রয়োগে জীবনের যে নিগুড় তত্ত্ব তুলে ধরেছেন তা সত্যি প্রশংসার দাবীদার। ভালো লাগলো পড়ে। আন্তরিক শুভেচ্ছা। আগামীতে আরো আরো কবিতার আশায় রইলাম।
ReplyDeleteছোট কবিতায় মনের ভাব প্রকাশ করা সহজ নয়। কিন্তু কবি মেহরাব রহমান সাধারণত দীর্ঘ কবিতা লিখে থাকেন। "ষষ্ঠপদী ধ্রুপদ" এই কবিতায় তিনি যে জীবনের কথা বলেছেন তা আমার খুব লেগেছে। ভালো থাকবেন কবি। অনেক অনেক শুভকামনা।
ReplyDeleteকবি মেহরাব রহমান "ষষ্ঠপদী ধ্রুপদ" কবিতায় তিনি বলেছেন " আমি স্বপ্ন পান করি গেলাশে গেলাশ!এই পরানকি তবে উত্তরহীন প্রশ্ন..? উপহাস?তাই বুঁদ হয়ে থাকি পারোলৌকিক চুরচুর… মদমত্ত… সাকি ও সুরায় " অপূর্ব প্রয়োগ। খুব ভালো লাগলো। শুভেচ্ছা নিরন্তর।
ReplyDeleteস্বপ্ন পানাসক্ত হয়ে জীবনের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত (?) এক পরিব্রাজকের অতঃপর উপলব্ধিঃ "ধুত্তোর জীবন!" আর তাই সব প্রশ্নোত্তর এর মহড়া ছেড়ে এবারে সম্পূর্ণ "সমর্পন!"
ReplyDeleteঅনেক ভালোলাগা কবিতা ! 'অভিনন্দন', আমার প্রিয় কবি মেহরাব রহমান!