এই জীবন !
- সুনিকেত চৌধুরী
সমুদ্র কিংবা তরঙ্গের শিখরে বসে
শুনেছি তোমার তৃপ্ত কন্ঠ আর ভৈরবীর রিনিঝিনি
কতদিন!
আমাদের এই যাপিত জীবনের যত না পাওয়া
তার চেয়েও বেশী পাওয়া
এই 'এক জীবন' সমান
তোমার কন্ঠ নিঃসৃত ঝংকার!
তরঙ্গ শৃঙ্গে ওই আহরণ, ওই নাঁচন
আর ওই রিনিঝিনি হোতো না পাওয়া
এই জীবন না পেলে !
http://www.alokrekha.com
এই জীবন !কবিতায় কবি সুনিকেত চৌধুরী যাপিত জীবনের মিলনের কথা তুলে ধরেছেন। প্রেমের শিখরে তৃপ্ত কন্ঠ আর ভৈরবীর রিনিঝিনি উচ্চারিত হয় তা অনবদ্য। আর কবি এত সুন্দর করে প্রকাশ করেছেন এই কবিতায় তা সত্যি প্রশংসনীয়। খুব ভালো লাগলো। ভালো থাকবেন প্রিয় কবি। অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteআমি প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতার অপেক্ষায় থাকি। আলোকরাখাকে অনেক অনেক ধন্যবাদ তাঁর কবিতা প্রকাশ করার জন্য। এই জীবন !কবিতায় কবি সুনিকেত চৌধুরী অতি অল্প কথায় যাপিত জীবনের মিলনের কথা তুলে ধরেছেন অতি অনন্য ভাবে। আমার খুব ভালো লেগেছে। অপূর্ব উপমায় নিগুড় শব্দাবলীর প্রকাশ এই কবিতা। অনবদ্য। অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা কবি।
ReplyDeleteতৃপ্ত কন্ঠ আর ভৈরবীর রিনিঝিনি উচ্চারিত হয় প্রেমের শিখরে তা অনবদ্য। আর কবি মিলনের কথা এত সুন্দর করে প্রকাশ করেছেন এই কবিতায় তা সত্যি প্রশংসনীয়। খুব ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন প্রিয় কবি।
ReplyDeleteআমি প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতার অপেক্ষায় থাকি। আলোকরাখাকে অনেক অনেক ধন্যবাদ তাঁর কবিতা প্রকাশ করার জন্য। এই জীবন !কবিতা খুব ভালো লাগলো। আমি আগেও বলেছি কবিতা আমি সব সময় বুঝি না। কিন্তু কবিতা পড়তে ভালোবাসি। এই জীবন ! কবিতার মত বলতে চাই তরঙ্গ শৃঙ্গে ওই আহরণ, ওই নাঁচন আর ওই রিনিঝিনি হোতো না পাওয়া এই জীবন না পেলে !অনেক অনেক অনেক ভালোবাসা প্রিয় কবি। আমি আলোকরেখায় যাই কেবল প্রিয় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পড়ার জন্য। শুভ কামনা কবি।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর এই জীবন !কবিতা খুব ভালো লাগলো।আমি কবির কবিতার অপেক্ষায় থাকি। আলোকরাখাকে অনেক অনেক ধন্যবাদ কবি সুনিকেত চৌধুরীর কবিতা প্রকাশ করার জন্য। শুভ কামনা কবি।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর প্রতিটি আমাদের কবিতা খুব ভালো লাগে । কবির কবিতার অপেক্ষায় থাকি। কবি সুনিকেত কবিতায় জীবনের কথা বলেন। কতগুলো কঠিন বা বোধগম্য নয় এমন শব্দ বসিয়ে লেখেন না। আমাদের হৃদয়ের কাছাকাছি যাপিত জীবনের কথা বলেন। এই জীবন ! কবিতায় তিনি জীবনের এক স্পর্শ কাতর জায়গা ছুঁয়েছেন। কবি মিলনের কথা এত সুন্দর করে প্রকাশ করেছেন এই কবিতায় তা সত্যি প্রশংসনীয়। তৃপ্ত কন্ঠ আর ভৈরবীর রিনিঝিনি উচ্চারিত হয় প্রেমের শিখরে তা অনবদ্য। কবি সুনিকেত চৌধুরীর কবিতা প্রকাশ করার জন্য আলোকরাখাকে অনেক ধন্যবাদ । শুভ কামনা ও ভালোবাসা কবি।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর এই জীবন ! কবিতায় নান্দনিক ভাবে মিলনের কথা তুলে ধরেছেন তা সত্যি প্রশংসনীয়। নিঃসৃত ঝংকার!এই জীবন না পেলে তরঙ্গ শৃঙ্গে ওই আহরণ, ওই নাঁচন আর ওই রিনিঝিনি পাওয়া হত না এটাই বাস্তব সত্য। খুব ভালো এক খানি কবিতা। অনেক শুভ কামনা।
ReplyDeleteঅনবদ্য প্রকাশ।ভালো লাগলো।
ReplyDelete