just "BE"
আশরাফ আলী
আমরা যদি ধরে নেই যে আমাদের স্বকীয়তার কোনো ভিত্তি নেই বরং এর আগে মানে অতীতের কোনো এক সময়ে কোনো একজন মানুষেরর মস্তিষ্কে এই একই ভাবনার অনুরনণ ঘটেছিলো ! এবং তার প্রকাশ হয় ঘটেছিলো অথবা ঘটেনি ! আমাদের পারিপাশে বা চারিপাশে যা-ই আছে, এখন-অতীতে-ভবিষ্যতে, তার সবকিছুই recycled ! There is nothing original or genuine! সবকিছু, স-ব কিছু, একদা থেকে এখন পর্যন্ত বিরাজমান ! এখন আমাদের মনে যে প্রশ্নটি নিতান্ত সহজাতভাবে উত্থিত হবে সেটা হলো, তাহলে সেই "একদা"র পূর্বে কি ছিলো ? এই পর্য্যায়ে আমি হয়তো এই মানসিকতার চাদরে নিজেকে আবৃত করে একটা লম্বা ঘুম দেবার প্রস্তুতি নিতে পারি যে, সেই "একদা"র পূর্বে যা-ই ছিলোনা কেন তাতে বর্তমানের এই যে 'আমি' সেই মানুষটার কি আসে যায় - আমাদের সামগ্রিক অতীতের মতই আমার সামন-পেছন, ওপর-নীচ, ডান-বাম এবং ভবিষ্যৎ সব কিছুই তো recycled ! অতএব, just "BE"!
আলোকরেখায় প্রতিদিন নতুন লেখা না পেতে পারি তবে যখন কোন লেখা প্রকাশিত হয় তা আপন গুনে উদ্ভাসিত। আশরাফ আলী'র just "BE" লেখাটা জীবনের এক দিক দর্শিত করে। খুব ভালো লাগলো লেখাটা পড়ে। অলোকরেখাকে অনেক ধন্যবাদ।
ReplyDeleteআশরাফ আলী'র just "BE" লেখাটা আমাদের স্বকীয়তার কথা বলে। খুব ভালো লাগলো লেখাটা পড়ে। শুধু গল্প কবিতা নয় অলোকরেখা জীবনের কথা বলে। তাই আলোকরেখা অন্য সব প্রকাশ মাধ্যমের থেকে আলাদা অনন্য।
ReplyDeleteআশরাফ আলী'র just "BE" লেখাটায় আমাদের স্বকীয়তার কোন ভিত্তিহীনতার কথা বলা হয়েছে। আমাদের চারিপাশে যা কিছু ঘটে তা সব কিছুই recycled ! There is nothing original or genuine!কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ এটা আপেক্ষিক বিষয়। এ নিয়ে অনেক বড় আলোচনা।
ReplyDeleteআশরাফ আলী'র just "BE" লেখাটার সাথে আমি সহমত পোষণ করছি। আসলেও আমাদের স্বকীয়তার কোনো ভিত্তি নেই বরং এর আগে মানে অতীতের কোনো এক সময়ে কোনো একজন মানুষেরর মস্তিষ্কে এই একই ভাবনার অনুরনণ ঘটেছিলো ! এবং তার প্রকাশ হয় ঘটেছিলো অথবা ঘটেনি ! আমাদের পারিপাশে বা চারিপাশে যা-ই আছে, এখন-অতীতে-ভবিষ্যতে, তার সবকিছুই recycled ! There is nothing original or genuine! সবকিছু, স-ব কিছু, একদা থেকে এখন পর্যন্ত বিরাজমান ! আসলেও পূর্বে কি ছিল কিছু ? আর থাকলেও কি বর্তমানে তা আসে যায়। যায় না। অনেক উচ্চ মার্গিও আলোচনা সাপেক্ষ। স্বল্প কথায় এর পরিব্যাপ্তি টানা সম্ভব না। লেখককে আন্তরিক শুভেচ্ছা। আশা করবো লেখক আশরাফ আলী পরবর্তীতে এই নিয়ে বিশদ লেখা লিখে আমাদের মননকে সমৃদ্ধ করবেন। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
ReplyDeleteআশরাফ আলী'র just "BE" লেখাটার চাই পাস্ কিছুই বুঝলাম না। অনেক বার পড়লাম। বোধগম্য হলো না। কতগুলো শব্দ আর তত্ব কথা দিয়ে উচ্চ মার্গীয় বানানোর অপচেষ্টা।
ReplyDeleteআশরাফ আলী'র just "BE" লেখাটা আরজ আলী মাতব্বরের চর্বিত চর্বন। লেখা পরে তাই মনে হয়েছে।
ReplyDeleteআশরাফ আলী'র just "BE" লেখাটা খুব ভাল লাগলো। অনেক ভাবনার বিষয়। উচ্চ মার্গীয় আলোচনা এখানে উত্থাপিত হয়েছে। মানব মনের স্বকীয়তা ও মস্তিষ্কের ভাবনার অনুরণনের কথা উঠে এসেছে। আমাদের সামগ্রিক অতীতের মতই আমার সামন-পেছন, ওপর-নীচ, ডান-বাম এবং ভবিষ্যৎ সব কিছুই তো recycled ! অতএব, just "BE"! এই BE তাই আসল। হওয়া।
ReplyDeleteআশরাফ আলী'র just "BE" লেখাটায় উনি কি বলতে চেয়েছেন তা অস্পষ্ট। লেখাটার মূল বক্তব্যে তিনি খেই হারিয়েছেন। অনেক বার পড়লাম বোঝার অনেক চেষ্টা করলাম কিন্তু সফলকাম হলাম না। লেখকের কাছে আবেদন আগামীতে এই লেখাটার পূর্ণাঙ্গ বর্ণনা দেবেন।
ReplyDeleteপ্রথমেই লেখককে আমার সালাম, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন🤍! আমি প্রত্যেকবারের মতো এবারও Satisfied জনাব আশরাফ আলীর এই লেখা পড়ে। আমার দেখা সবচেয়ে বাস্তবমুখী একটি লেখা। এই ছোট্ট লেখায় তিনি যত "Message" দিয়েছেন তা আসলেই অনেক প্রখর। এটা তাঁর উচ্চ জ্ঞানেরই ছোট উপহার। আমার চাওয়া এই যে তিনি আবারও আমাদের চোখের সামনে বাস্তবতার আয়না ধরবেন যেন সত্যিটা সহজেই দেখতে পাই আমরা। এবং যাদের এই লেখা বুঝতে সমস্যা হচ্ছে তাদের Curiosity এর অবসান ঘটাবেন। ইতি তাঁর ছোট্ট ফুটফুটে ফ্যান❤️
ReplyDeleteRP
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIt has been a while that I've visited Alokrekha. Enjoying scrolling around. Ashraf Bhai is a philosopher and I have not understood or comprehended what he attempted to convey. May be I'm getting too old :)
ReplyDelete