- মালিহা আহমেদ
যেই মেয়েটির জন্য আমার দিনের আলো ফোটে,
দৃষ্টি ফিরিয়ে দেয় রাতের অন্ধকার।
যে মেয়েটির কারণে পৃথিবীর কোন কিছুকে ভালোবাসতে ইচ্ছে হয়না!
সেই মেয়েটি কবিতা বোঝেনা। বুঝলে হয়তে বলতাম –
"তোমার জন্যে আমার আকাশে জমেছে মেঘ,
যেই মেয়েটি নেই বলে, আমার হৃদয় শূন্যতায় ভোগে,
যেই মেয়েটি একবার চোখ ফিরিয়ে তাকালে
আমি নিজেকে হাজারবার সমর্পণ করে
আবারও সমর্পিত হবো -
সেই মেয়েটি কবিতা বোঝেনা ! বুঝলে তাকে নিশ্চয়ই বলতাম –
"তোমার প্রত্যাখ্যানের পাশে এখনও আমার মৃতদেহ পড়ে আছে।
আমি রোজ তাকে পোড়াতে গিয়ে
তার বুকে আর একটা গোলাপ রেখে আসি ।"
http://www.alokrekha.com
বহুদিন পর আলোকরেখায় কোন পোস্ট পেলাম। আমি বুঝিনা সানজিদা রুমি কেন আমাদের এই অপেক্ষায় রাখেন। আলোকরেখা পাঠক সমাদৃত তাই পুরোনো লেখাই পড়ে তৃষ্ণা মেটাই। আজকে কবিতা ও কবিতা পাঠ দুটোই সুন্দর। খুব ভালো লাগলো।
ReplyDeleteখুব ভালো লাগলো কবিতাটা পড়ে আর ভরাট গলায় আবৃতি যেন সোনায় সোহাগা। অনেক অনেক শুভেচ্ছা।
ReplyDeleteসেই মেয়েটি কবিতা বোঝেনা!- মালিহা আহমেদের কবিতা অনুভূতিতে নাড়া দেয়। অনবদ্য কবিতা। আর আশরাফ আলীর কবিতা পাঠ দারুন। মোহিত। অনেক অনেক ভালোবাসা অলোকরেখা।
ReplyDelete