কেবলই ভালোবাসা
সানজিদা রুমি
আরবার কখন দেখা পাবো তোমার
মহিলা কলেজ ক্যান্টিনে
উদগ্রীব অনিমিখ আমি অপেক্ষমান
খুঁজে ফিরি ক্যাম্পাসে অনুক্ষণ।
তোমাকে দেখাটা আমার নেশার মতন
জমা হয় তৃষ্ণা আকন্ঠ মনের গহীনে
আসা-যাওয়ার পথের ধারে বন্ধুরা কত কথা বলে।
স্পর্শ করে না কিছুই আমার
শুধুই প্রতীক্ষা ভালোবাসার -
ক্যাম্পাসের আনাচে কানাচে, লাইব্রেরী, কমনরুমে
খুঁজে বেড়াই সর্বত্র তোমায়
এমন কি দারোয়ান দারুর ডেরায় !
বুকের ভেতরে এত ভালোবাসা
মন বসে না লেখা পড়ায় !
চুপচাপ বসে থাকি ল্যাবের জানালায়-
নিচে তুমি উপরে নীল আকাশ।
স্ফীত হয়ে হয়ে প্রতিদিন
আমাদের ভালোবাসা মহিরুহ এখন!
আড় চোখে চায় চটপটি ওয়ালা
মিটি মিটি হাসে কলেজের দপ্তরীরা -
মোহাবিষ্ট আমার চোখে পড়েনা কিছুই !
আমি শুধু জানি -
তোমায় ভেবে ভেবে আমার ঘুম ভাঙে প্রতিদিন
তোমার ভালোবাসায় লুটোপুটি খাই আমি -
জড়িয়ে থাকতে চাই আঙ্গুর লতার মত
কেবলই ভালোবাসা - আমাদের ভালোবাসা।
মানি না নিয়ম কানুন, সমাজের অনুশাষন
ভালোবাসা কি এতসব বোঝে ,বোঝে কি লিঙ্গের প্রয়োজন।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত
http://www.alokrekha.com
সানজিদা রুমির কেবলই ভালোবাসা কবিতা টা অসাধারণ। ভালোবাসা নিয়ে আমরা কত তর্ক বিতর্ক করি। আসলে ভালোবাসার তো রূপ একটাই। সব ভালোবাসাই ভালোবাসা। সানজিদা রুমি এই ভালোবাসার রূপকে অত্যন্ত বাস্তব রূপায়ণ করেছেন।
ReplyDeleteসানজিদা রুমির "কেবলই ভালোবাসা" কবিতায় ভালোবাসার সংজ্ঞার যে বিন্যাস করেছেন তা প্রশংসার দাবী রাখে। তিনি তার কবিতায় বুঝিয়ে দিয়েছেন ভালোবাসা করে কয়। লিঙ্গ ভেদেই ভালোবাসা কেবলই ভালোবাসা। অনেক ভালো থাকবেন কবি।
ReplyDeleteঅনুভব করলাম সেই ভালোবাসার দিনগুলো .. কেবলই ভালোবাসা
ReplyDeleteসানজিদা রুমির "কেবলই ভালোবাসা" কবিতা প্রশংসার দাবীদার। লিঙ্গ ভেদে কি ভালোবাসা হয় ? এই শতাব্দীতে এসেও আমরা ভালোবাসার প্রকার ভেদ খুঁজি। গতানুগতিক ভালোবাসাকেই ভালোবাসা ভেবে সারাটা জীবন ভালোবেসে যাই। আসল ভালোবাসাটা হারিয়ে ফেলি। কবি সানজিদা রুমি দারুন নিপুণতার সঙ্গে এই কবিতায় তা অংকিত করেছেন। অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteঅনেকদিন পর আলোকরেখায় কোন লেখা পেলাম। নতুন লেখা না সানজিদা রুমির পুরোনো লেখা পড়ি। আমি তার একনিষ্ঠ ভক্ত। "কেবলই ভালোবাসা" অনবদ্য কবিতা যা প্রশংসার দাবীদার।
ReplyDeleteলিঙ্গ ভেদে কি ভালোবাসা হয় ? বর্তমান যুগে যেখানে মানুষ চাঁদে বসবাসের চিন্তা করছে। সেখানে আমরা ভালোবাসার ভেদাভেদ খুঁজি। সানজিদা রুমি বলিষ্ঠ লেখায় দারুন ভাবে এই সমপ্রেমের ভালোবাসা তুলে ধরেছেন। এ যেন আমার জীবন কাহিনী। আমার মত আরো অনেকেই এই কবিতায় নিজেকে খুঁজে পাবে। ধন্য কবি। অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteনতুন লেখা না সানজিদা রুমির পুরোনো লেখা পড়ি। আমি তার একনিষ্ঠ ভক্ত। তার লেখা আমার খুব ভালো লাগে। তিনি যেমন নারীত্ব আমার অহংকার কবিতার মত লেখা লেখেন। সেখানে "কেবলই ভালোবাসা" অনবদ্য কবিতা যা প্রশংসার দাবীদার। সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ভালোবাসা দুটি মানুষের মধ্যে হয়। বিপরীত লিঙ্গের মধ্যে কেবল নয়। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDelete"কেবলই ভালোবাসা - আমাদের ভালোবাসা।
ReplyDeleteমানি না নিয়ম কানুন, সমাজের অনুশাষন
ভালোবাসা কি এতসব বোঝে ,বোঝে কি লিঙ্গের প্রয়োজন। " আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আমার থেকে ভালো কেউ বোঝে না। স্যালুট সানজিদা রুমি। এভাবেই লিখে যাও আমাদের জন্য। তোমার মত লেখার আমাদের অনেক প্রয়োজন।
রুমি তোমার ও তোমার লেখার অনেক ভক্ত আমি। তুমি সব সময়ই বলিষ্ঠ লেখা লেখ "কেবলই ভালোবাসা - আমাদের ভালোবাসা।মানি না নিয়ম কানুন, সমাজের অনুশাষন " দারুন লেখা। গভীরভাবে অনুভূত। অনেক অনেক ভালোবাসা তোমায়।
ReplyDeleteসানজিদা রুমি কেবলই ভালোবাসা কবিতায় কি নিজের জীবনের চিত্র অংকন করেছেন ? না কি কেবল কল্পনা ? আপনার ওরিয়েন্টেশন কি ? আপনাকে আমার খুব ভালো লাগে। আপনার ছবি কথা বলে। আপনার ছবির দিকে তাকিয়ে আমি কতকিছু যে ভাবি তার ইয়াত্তা নেই। আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই।আপনার ফোনে অনেক কল করেছি কিন্তু আপনি ধরেননি। প্লিস আমার ফোনটা ধরেন। অনেক কথা আছে। অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন। কথা হবে।
ReplyDelete