অবিনাশী আশাবাদী।
- সুনিকেত চৌধুরী
Perpetual Optimist কথাটার মানে
অবিনাশী আশাবাদী হবে কিনা
জানিনা
তবে এটা জানি, তুমি আমায় ঐ নামে ডাকতে পার।
আরো জানি, সাত সমুদ্দুর তেরো নদী দূরে
সারারাত একরাশ কবিতার সাথে
আলাপন শেষে
দেরী করে ঘুম থেকে জাগা
ঘুমঘুম চোখে নাস্তার টেবিলে
আমাকে অবশ্যই পাও তুমি !
পাও তুমি আমাকে সারাক্ষণ
তোমার কবিতার সকল পংতিতে !
Quantum Physics এর
String Theory
উৎঘাটিত করেছে জোড়-বাঁধা হৃদয়ের কারুকাজ।
শতধা বিভক্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র
দু'টি পরমাণুর স্পন্দন
যে একই সুতোয় বাঁধা
যোজন যোজন দূরেও!
কবি সুনিকেত চৌধুরীর অবিনাশী আশাবাদী। পেয়ে আজ খুব ভালো লাগছে। বহুদিনের অপেক্ষার অবসান হলো আজ। কবি সুনিকেত চৌধুরীর এটা একটা অভিনব কবিতা। তিনি বরাবরই প্রেমের কবি। আশাবাদের কবি। এখানে তিনি আশাবাদের প্রেমের যে তুলনা তুলে ধরেছেন তা অনন্য। অনেক শুভ কামনা।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর অবিনাশী আশাবাদী। খুব ভালো লাগছে। আমরা প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কোন কবিতা না পেয়ে হতাশ হই। আলোকরেখাকে ধন্যবাদ কবিতা প্রকাশ করার জন্য। বাংলা কবিতায় ইংরেজ শব্দ ব্যবহার করে কবি কবিতায় নুতুন মাত্রা দান করেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। যোজন যোজন দূরে থেকেও একই সুতোয় বাঁধা থাকে দুজনে। সুন্দরভাবে অংকিত করেছেন কবি। শুভেচ্ছা নিরন্তর।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর অবিনাশী আশাবাদী। কবিতা!!! খুব ভালো লাগছে। বহু প্রতীক্ষিত। আমরা কিন্তু কবি সুনিকেতের কবিতার অপেক্ষায় থাকি। নুতুন কবিতা না পেয়ে পুরাতন কবিতায় নিজেদের সন্তুষ্ট করি। এই কবিতায় কবি প্রেমের তুলনা অনন্য। কোয়ান্টম পদার্থের স্ট্রিং থিউরি শতধা বিভক্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র দু'টি পরমাণুর স্পন্দন প্রেমের কথা বলে। যোজন যোজন দূরেও সে একই সুতোয় বাঁধা।অপূর্ব লেখনী। আন্তরিক অভিনন্দন
ReplyDeleteআমার কবি সুনিকেত চৌধুরীর লেখা না পেয়ে আজকাল আলোকরেখায় যাওয়াই ছেড়ে দিয়েছিলাম। আজ হটাৎ করে কোনো কাজ না থাকায় ফোন ঘোরাতে ঘোরাতে আলোকরেখা খুলে দেখলাম। ওমা দেখি সয়ং আমার প্রিয় কবির কবিতা। কিযে ভালো লাগলো। আমিতো ভেবেছিলাম কবি আলোকরেখায় লেখাই বন্ধ করে দিয়েছেন। অনেক খুঁজেছি গুগুলে সার্চ দিয়েছি কোথায় পাইনি। প্রেমের কবি আশাবাদের কবি তিনিই তার তুলনা। আমি এত কথা লিখতে জানি না। শুধু জানি কবি সুনিকেত মনের কথা বলে তাই তাকে এত ভালোবাসি। অনেক অনেক শুভ কামনা।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর অবিনাশী আশাবাদী। কবিতা পেয়ে খুব ভালো লাগছে। ভালোবাসার কি অপরূপ বহিঃপ্রকাশ।সাত সমুদ্দুর তেরো নদী দূরে সারারাত একরাশ কবিতার সাথে আলাপন শেষে দেরী করে ঘুম থেকে জাগা ঘুমঘুম চোখে নাস্তার টেবিলে আমাকে অবশ্যই পাও তুমি !পাও তুমি আমাকে সারাক্ষণ তোমার কবিতার সকল পংতিতে ! এই পংতিগুলো দিকে একটু খেয়াল বোঝা যায় উপমার কি চমকপ্রদ অতুলনীয় বিন্যাস। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা কবি !! ভালো থাকবেন।
ReplyDelete