ফ্যাস্ট ফুড
মেহরাব রহমান
ছড়াগ্রন্থ : শব্দ নিয়ে খেলা
তরতাজা ফ্যাস্ট ফুড
মচ্মচে হলো মুড।
পিজ্জার গন্ধে
কেটে যায় সন্ধ্যে।
স্যান্ডউইচ স্যান্ডউইচ
মগজের মেইন সুইচ।
একালের ছড়াকার
ভাত ছাড়া লাগাতার
পেট গেল ভরে তার
আমলার ছেলে হলে
উইম্পির কথা বলে
হাতে তার অতিকায় হট ডগ
ঠগ ঠগ বড় ঠগ।
মন্ত্রীর বউ যায় শেরাটনে
প্রণকেক খায় শুধু ক্ষণে-ক্ষণে
ডাল ভাত ভুলে গেছে বহুকাল
স্বামী তার আয় করে মোটামাল।
বুদ্ধির বড়বাবু কবুতর রহমান
শাশ্লিক, ডোনাটের চিন্তায় বহমান
মজাদার খেয়ে খেয়ে বলে সে হুররে
স্রষ্টাকে মানি না কী যে আমি হনুরে।
আধুনিক কবিদের স্যুপ চাই
চিক-ব্রোস্ট পেলে মুখে কথা নাই
ফ্যাস্ট ফুড ফ্যাস্ট ফুড
ভেরি গুড ভেরি গুড......
http://www.alokrekha.com
কবি মেহরাব রহমান ফ্যাস্ট ফুড ছড়াটি পড়ে খুব মজা পেলাম। আলোকরেখায় এই প্রথম কোন নতুন ছড়া প্রকাশিত হলো। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteফ্যাস্ট ফুড খুব মজার একটি ছড়া। পড়ে খুব মজা পেলাম। কবি মেহরাব রহমান ছন্দে ছন্দে ভারী সুন্দর ভাবে ফাস্ট ফুডের বর্ণনা দিয়েছেন। কবিকে অভিনন্দন।
ReplyDeleteছন্দে ছন্দে মেহরাব রহমান ফ্যাস্ট ফুড ছড়ায় জীবনের কথা অংকিত করেছেন। তরতাজা ফ্যাস্ট ফুড হলে এমনিতেই মুড্ ভালো হয়ে যায়। পিজ্জার গন্ধে মৌ মৌ হয় চারিধার। মগজের মেইন সুইচে যেয়ে লাগে। খুব সুন্দর বর্ণনা করেছেন। অনেক অনেক শুভেচ্ছা।
ReplyDeleteকবি মেহরাব রহমান যে ছড়াকার তা জানা ছিল না। খুব ভালো লাগলো। আলোকরেখা জনপ্রিয়তার কারণ এখানে সব আঙ্গিকে প্রকাশিত হয় লেখা। ভালো থাকবেন কবি।
ReplyDeleteআজকাল ছড়া পাওয়াই যায় না। যাও পাই তা পড়ার যোগ্য নয় রুচি সম্মত না। ফ্যাস্ট ফুড খুব মজার একটি ছড়া। পড়ে খুব মজা পেলাম। ফ্যাস্ট ফুড নিয়ে আমাদের মনে যা হয় কবি মেহরাব রহমান অতীব সুন্দর ছন্দে বর্ণনা করেছেন। তিনি যেমন কবিতা লেখেন তেমনি ছড়াও। অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteআমি একজন ছড়াকার। ছড়া কিন্তু কবিতা লেখার থেকে কঠিনতর কাজ। এখানে বিষয় বস্তু ,অন্তমিল ছন্দ সর্বোপরি বক্তব্য সবকিছু রক্ষা করে ছড়া লিখতে হয়। কবি মেহরাব রহমান তাঁর ফ্যাস্ট ফুড ছড়ায় সেই মুন্সিয়ানা দেখিয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন এবং আমাদের আরো ভালো ভালো লেখা উপহার দেবেন। আলোকরেখাকে ধন্যবাদ।
ReplyDelete