হাসান মাহমুদের স্বরচিত কবিতা পাঠ খুবই ভালো লাগলো। অনন্য বিষয় তুলে এনেছেন এখানে। জিব্বাহ অদ্ভুত একটা মানব শরীরের বিশেষ অঙ্গ। এর দ্বারাই আমরা কথা বলতে পারি আর কথাই সব আচরণ বর্ণনা করে। কথায় আনন্দিত হই আবার এই কথাই পীড়ার কারণ হয়। দারুন। অনেক শুভকামনা
আমি পড়তে ,কবিতা শুনতে ভালোবাসি। আমি বহু কবিতা পড়েছি কিন্তু কবি হাসান মাহমুদের এই কবিতার যে বিষয়বস্তু তা অনন্য। আমি মুগ্ধ। আলোকরেখা আমরা খুব পড়ি। প্রায়শই নতুন কিছু পাইনা তবুও পুরোনো লেখা নিয়ে ঘাঁটাঘাঁটি করি। আমি সানজিদা রুমিকে ব্যক্তিগত ভাবে জানি। তার এত শারীরিক প্রতিকূলতার মাঝেও তিনি আলোকরেখা চালিয়ে যাচ্ছেন তার যত প্রশংসা করি তা কম। হয়তো নতুন নতুন কিছু প্রকাশ করা তাঁর পক্ষে হয়ে ওঠে না। কিন্তু যখন কিছু প্রকাশিত হয় তা হয় অনবদ্য। খুব শুভকামনা সানজিদা রুমি ও তার আলোকরেখাকে।
হাসান মাহমুদের স্বরচিত কবিতা পাঠ খুব ভালো লাগলো। অনবদ্য বিষয় তিনি তুলে ধরেছেন তাঁর এই কবিতায়। ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা।
ReplyDeleteহাসান মাহমুদের স্বরচিত কবিতা পাঠ খুব ভালো লাগলো। অনবদ্য কবিতাখানি। আসলেও আমাদের জিব্বাই সব। এটা নিয়ন্ত্রনে না থাকলেই বিপদ। অনেক অনেক শুভেচ্ছা।
ReplyDeleteহাসান মাহমুদের স্বরচিত কবিতা পাঠ খুবই ভালো লাগলো। অনন্য বিষয় তুলে এনেছেন এখানে। জিব্বাহ অদ্ভুত একটা মানব শরীরের বিশেষ অঙ্গ। এর দ্বারাই আমরা কথা বলতে পারি আর কথাই সব আচরণ বর্ণনা করে। কথায় আনন্দিত হই আবার এই কথাই পীড়ার কারণ হয়। দারুন। অনেক শুভকামনা
ReplyDeleteকবি হাসান মাহমুদ কবিতাটার বিষয়বস্তু যেমন অনন্য তেমনি কবিতা পাঠ অনবদ্য। কোনরকম আড়ম্বর ছাড়াই একনিষ্ঠভাবে পাঠ করেছেন। প্রাণে পরশ লাগলো। খুব ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে ওনার লেখা বা আবৃতি আলোকরেখায় পাবো। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর।
ReplyDeleteঅনেক ধন্যবাদ
ReplyDeleteআমি পড়তে ,কবিতা শুনতে ভালোবাসি। আমি বহু কবিতা পড়েছি কিন্তু কবি হাসান মাহমুদের এই কবিতার যে বিষয়বস্তু তা অনন্য। আমি মুগ্ধ। আলোকরেখা আমরা খুব পড়ি। প্রায়শই নতুন কিছু পাইনা তবুও পুরোনো লেখা নিয়ে ঘাঁটাঘাঁটি করি। আমি সানজিদা রুমিকে ব্যক্তিগত ভাবে জানি। তার এত শারীরিক প্রতিকূলতার মাঝেও তিনি আলোকরেখা চালিয়ে যাচ্ছেন তার যত প্রশংসা করি তা কম। হয়তো নতুন নতুন কিছু প্রকাশ করা তাঁর পক্ষে হয়ে ওঠে না। কিন্তু যখন কিছু প্রকাশিত হয় তা হয় অনবদ্য। খুব শুভকামনা সানজিদা রুমি ও তার আলোকরেখাকে।
ReplyDelete