- আশরাফ আলী
বদলে যাচ্ছে পৃথিবী
বদলে যাচ্ছে হৃদয় !
সমুদয় দেনা-পাওনা
লিখতে হবে নতুন করে
রোজ-নামচায়, ফেসবুকে!
সময় হয়েছে নৈর্ব্যক্তিক চশমায়
একটু তফাতে দাঁড়িয়ে দেখার -
কথার কথা, দেয়া কথা
রাখা কথা - নতুন চশমা চোখে
নতুন করে উল্লাসিত লালিমায়
উদ্ভাসিত হোক তোমার অন্তরে,
আমার অন্তরে !
ভেসে যাক যতকিছু অশালীন,
অতিরিক্ত, অবান্তর
হৃদয়ের গভীর থেকে উঠে আসুক
মহাবিশ্বের শ্বাশত সুমধুর সুর !
আমরা তাকিয়ে দেখি,
তুমি-আমি-আমরা সবাই
মিলেমিশে একাকার
ভগবানের অস্তিত্বে!
http://www.alokrekha.com
বদলে যাচ্ছে !কবিতায় কবি আশরাফ আলী বদলের যে বিন্যাস করেছেন তা অনবদ্য।খুব ভালো একখানি কবিতা। সাধারণ শব্দ চয়নে অনন্য কবিতা রচনা করেছেন। কবিকে শুভেচ্ছা।
ReplyDeleteকবি আশরাফ আলী'র "বদলে যাচ্ছে "!কবিতাটা খুব ভালো লাগলো। বদলে যাচ্ছে সব কিছুই। বদলে যাচ্ছে জীবন যাপন। বদলে যাচ্ছে পৃথিবী। হৃদয়ও বদলে যাচ্ছে অনুক্ষণ। তাইতো কবি বলছেন বদলে যাচ্ছে হৃদয় !সমুদয় দেনা-পাওনা লিখতে হবে নতুন করে রোজ-নামচায়, ফেসবুকে! অনন্য। আলোকরেখাকে ধন্যবাদ। নতুন কবিতা প্রকাশ করার জন্য।
ReplyDeleteকবি আশরাফ আলী'র "বদলে যাচ্ছে "!কবিতাটা পড়ে খুব ভালো লাগলো।বিস্মৃতির অতল তলে বদলে যাচ্ছে সব কিছুই। বদলে যাচ্ছে জীবন। এসময় এই কবিতাখানি সময়োপযোগী। নতুন করে উল্লাসিত লালিমায় উদ্ভাসিত হোক আমাদের অন্তরে কবির সাথে সহমত জ্ঞাপন করছি। কবিকে অনেক অনেক অভিনন্দন।
ReplyDeleteকবি আশরাফ আলী'র "বদলে যাচ্ছে "!কবিতাটা খুব ভালো লাগলো। শব্দ ও কথামালায় অনন্য হয়ে উঠেছে কবিতাটি। আধুনিক জীবন বদলে যাচ্ছে সর্বত্র। সুনিপুন হাতে কবি আশরাফ আলী এই কবিতায় অঙ্কন করেছেন। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteকবি আশরাফ আলী "বদলে যাচ্ছে "!কবিতায় বদলে যাওয়ার কথা বলেছেন। কবিতাটা খুব ভালো লাগলো যে তিনি এই বদলে যাওয়াকে আশানুরূপ ভাবে ফুটিয়ে তুলেছেন।বদলে যাক ভেসে যাক যতকিছু অশালীন ,অতিরিক্ত, অবান্তর। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteকবি আশরাফ আলী "বদলে যাচ্ছে "!কবিতায় বদলে যাওয়ার কথা বলেছেন বলে সবাই মন্তব্য করেছেন। সবার মন্তব্যে আমি সহমত নই।শ্রদ্ধা রেখেই বলছি একটু বোধ হয় কবিতাটাকে ভুল বোঝা হয়েছে। এখানে কবি আসার কথা বলেছেন। বলেছেন "হৃদয়ের গভীর থেকে উঠে আসুক
ReplyDeleteমহাবিশ্বের শ্বাশত সুমধুর সুর !
আমরা তাকিয়ে দেখি,
তুমি-আমি-আমরা সবাই
মিলেমিশে একাকার
ভগবানের অস্তিত্বে" .অনেক বড় কথা এখানে উঠে এসেছে কবির কলমে। অসম্ভব সুন্দর কালের যাত্রার একখানি কবিতা। অভিনন্দন কবি আর আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ।