- সুনিকেত চৌধুরী
আজকের সকালের, দুপুরের, সন্ধ্যার গাওয়া যত গান
যত জপনাম
আঁজলা ভরে মৃদুপায়ে নিয়ে যাবো
ছোট্টবেলার গাছের ডালে বাঁধা খেলাঘরে -
আমাদের আঁজলা ভরা সব গান নিমেষে আত্মস্থ হবে বৃষ্টিতে
মাথার শুকনো চুল ভিজিয়ে বৃষ্টির পানি
স্পর্শ করবে গোপন গৃহকোণ
আশীর্বাদপুষ্ট আমরা তখন গাইবো উচ্চস্বরে
একটা নতুন দিনের গান !
http://www.alokrekha.com
বহুদিন পর আলোকরেখাকে সচল হতে দেখে ভালো লাগছে। মাত্রার উপর পাওনা কবি সুনিকেতের কবিতা। অপূর্ব নামকরণ আঁজলা ভরা এক পশলা বৃষ্টি ! খুবই ভালো একখানা কবিতা। যেমনটি প্রিয় কবি সুনিকেতের কাছে আমাদের প্রত্যাশা। অনেক অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteখুব ভালো লাগছে আলোকরেখায় নতুন লেখা পেয়ে । প্রিয় কবি সুনিকেতের আঁজলা ভরা এক পশলা বৃষ্টি ! অনবদ্য এক কবিতা। কবি সুনিকেত চৌধুরী অতন্ত্য আশাবাদী লেখা লেখেন। জীবনের গত হয়ে যাওয়া যত গান জপিত নাম আরো স্মৃতিময় জীবনের কথা ভবিষ্যতের নতুন দিনের গান গাইবে। অপূর্ব কথা মালা। অনেক অনেক শুভেচ্ছা কবিবর।
ReplyDeleteও মাগো !!! খুব ভালো লাগছে আলোকরেখায় প্রিয় কবি সুনিকেতের আঁজলা ভরা এক পশলা বৃষ্টি ! অনবদ্য কবিতা পেয়ে । কতদিন প্রিয় কবির কবিতা পাইনি। পুরোনো লেখাই উল্টে পাল্টে পড়ি। আজ কবিতা পেয়ে কি যে আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশের নয়। খুব ভালো থাকবেন কবি। অনেক ভালোবাসা।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর আঁজলা ভরা এক পশলা বৃষ্টি !। পেয়ে আজ খুব ভালো লাগছে। বহুদিনের অপেক্ষার অবসান হলো আজ। কবি সুনিকেত চৌধুরীর এটা একটা অভিনব কবিতা। তিনি বরাবরই প্রেমের কবি। আশাবাদের কবি। এখানে তিনি আশাবাদের যে তুলনা তুলে ধরেছেন তা অনন্য। অনেক শুভ কামনা কবি ।
ReplyDeleteখুব ভালো লাগছে। আমরা প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কোন কবিতা না পেয়ে হতাশ হই। আলোকরেখাকে ধন্যবাদ কবিতা প্রকাশ করার জন্য। বহুদিনের অপেক্ষার অবসান হলো আজ। কবি সুনিকেত চৌধুরীর আঁজলা ভরা এক পশলা বৃষ্টি !এটা একটা অভিনব কবিতা। নতুন দিনের কথা সুন্দরভাবে অংকিত করেছেন কবি। শুভেচ্ছা নিরন্তর।
ReplyDelete