শিরোনামহীন !
- আশরাফ আলী।
সমুদ্র সমান সঞ্জীবিত সম্ভ্রমকে সহায় করে
তোমার সকাশে আসতে চাইলাম,
তুমি চেয়ে রইলে নির্বাক!
অবাক হওয়ার পালা আমার তখন!সূর্য্যাস্তের লালিমায় মোহনীয় মুখাবয়ব
আদরের অপেক্ষায় আদ্র !
আর আমার সমর্পণ
সবিস্তারে সর্বত্র উন্মোচিত।
তথাপি আলাপচারিতা শেষে সিন্ধান্তের উদ্বেগ
আনেনা নোনা জল চোখের কোণে !
কাজ-অকাজ আর সুসংবদ্ধ সংসার
প্রতিদিনের নিমিত্ত নির্বিচার প্রয়োজন।
সনাতন যতকিছু সযত্নে পরিহার
নতুনের রঞ্জিত ঊষায়
উৎকণ্ঠা জাগায়না অহর্নিশ!
সুরারোপিত গানের মূর্ছনা কাঁদে
শিমুল তলায় - তুলসী তলায়,
উদ্যমের নিভৃত্যে !
তারপর শুনশান চতুর্দিক
এপাড়া-ওপাড়া,
এলাকার চৌরাস্তা !
সমুদ্র সমান সঞ্জীবিত সম্ভ্রমকে সহায় করে
তোমার সকাশে আসতে চাইলাম,
তুমি চেয়ে রইলে নির্বাক!
অবাক হওয়ার পালা আমার তখন!সূর্য্যাস্তের লালিমায় মোহনীয় মুখাবয়ব
আদরের অপেক্ষায় আদ্র !
আর আমার সমর্পণ
সবিস্তারে সর্বত্র উন্মোচিত।
তথাপি আলাপচারিতা শেষে সিন্ধান্তের উদ্বেগ
আনেনা নোনা জল চোখের কোণে !
কাজ-অকাজ আর সুসংবদ্ধ সংসার
প্রতিদিনের নিমিত্ত নির্বিচার প্রয়োজন।
সনাতন যতকিছু সযত্নে পরিহার
নতুনের রঞ্জিত ঊষায়
উৎকণ্ঠা জাগায়না অহর্নিশ!
সুরারোপিত গানের মূর্ছনা কাঁদে
শিমুল তলায় - তুলসী তলায়,
উদ্যমের নিভৃত্যে !
তারপর শুনশান চতুর্দিক
এপাড়া-ওপাড়া,
এলাকার চৌরাস্তা !
http://www.alokrekha.com
বহুদিন পর আলোকরেখায় কোন লেখা পেলাম। আমার মত পাঠকরা সহমত হবেন যে আমাদের খুব খারাপ লাগে যখন কোন নতুন কোনো লেখা পাই না। পুরোনো লেখাই উল্টে পাল্টে পড়ি। কবি আশরাফ আলী্র " শিরোনামহীন !" কবিতাটা দারুন। এখানে কবি নিজেকে অনন্য ভাবে মেলে ধরেছেন। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। জয় হোক আলোকরেখার।
ReplyDeleteকবি আশরাফ আলীর " শিরোনামহীন !" কবিতাটা দারুন অনবদ্য। এখানে কবির জয়জয়কার করতে বিন্দুমাত্র কৃপণতার অবকাশ নেই। কবি তাঁর কবিতায় শব্দ ও মাত্রার অনন্য সংমিশ্রণ ঘটিয়েছেন। এখানেই একজন ভালো কবির মুন্সিয়ানা। শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি আশরাফ আলীর " শিরোনামহীন !" কবিতাটা পড়ে ভালো লাগলো। প্রথমবার পড়ার পর ঠিক ঠাওর করতে পারিনি কবি কি বলতে চাইছেন। বেশ কয়েকবার পড়তে হলো অনুধাবন করার জন্য। কতগুলো কঠিন শব্দ আর নিরাকার ভাষা প্রয়োগে ভালো কবিতা হয়ে উঠে না। সাবলীলতার প্রয়োজন হয়। কবি এখানে সার্থক হয়েছেন। শুভ কামনা কবিবর।
ReplyDeleteকবি আশরাফ আলীর শিরোনামহীন !কবিতাটা পড়ে ভালো লাগলো। আলোকরেখাকে অনেক ধন্যবাদ নতুন কোন লেখা প্রকাশ করার জন্য। আমরা আলোকরেখাকে ভালোবাসি তাই পুরোনো লেখা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তবুও তার একটা সীমা থাকে। আমার ভয় হয় এতো সুন্দর আর সম্মৃদ্ধ আলোকরেখা যেন বিস্মৃতির অতলে তলিয়ে না যায়। তাই বিনীত নিবেদন আলোকরেখা কর্তৃপক্ষ এদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন।
ReplyDeleteআলোকরেখাকে অনেক ধন্যবাদ নতুন লেখা প্রকাশ করার জন্য। কবি আশরাফ আলীর শিরোনামহীন !কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রথম স্তবক অনন্য। মাঝে জীবনের অমোঘ সত্য প্রকাশ পেয়েছে। কবির কবিতা অনবদ্য উপমায় সমৃদ্ধ। সুন্দর কারুকাজ যেন। খুব ভালো একখানি কবিতা উপহার দেবার জন্য আলোকরেখাকে ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর কবি।
ReplyDelete