আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও নদী উপাখ্যান ......... মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    নদী উপাখ্যান ......... মেহরাব রহমান

     



    নদী উপাখ্যান 

    মেহরাব রহমান 


    গতরাতে বসবাস ছিল 

    অগ্নিপ্রেম ছিল নদী ও নারীর সঙ্গে 

    প্রাতে উঠে 

    বৃদ্ধ শেকড়ের মতো আঁকড়ে ধরলো

    নদী প্রেম 

    ভাবি শুধু ভাবি

    যদি কবি হই

    বলতেই হয়

    গাইতেই হয় নদীর জয়গান 

    নদীরও ফাগুন আছে 

    জ্বলে জ্বলে

    হৃদয়ে আগুন জ্বলে

    যখন যৌবন

    তখন সে পাহাড়ে পর্বতে 

    মাঠে ঘাটে হাটে 

    ক্লান্তিহীন পাথর কাটে

    খোঁজে নিবিড় সন্ধ্যা

    ভিন প্রহরের ব্যার্থ প্রেম 

    নদীরও বয়স বাড়ে

    নতো হয়

    অবনতো, ভঙ্গুর হয়

    ক্ষয় হয়, ভগ্ন হৃদয় হয়,

    খুঁড়িয়ে  হাঁটে 

    এঁকে বেঁকে চলে

    অধীর অস্থির সময়ের পথ ধরে 

    পোড় খাওয়া মানুষের মতন

    চিন্তাগ্রস্ত নদী

    চলে নীরবধি 

    ঘনো ঘনো তাল ভুলে যায় 

    ত্রিতাল ভুলে কাহারবা ভুলে

    দাদরা 

    ছন্দপতন…

    আহা কাঁদে নদী কাঁদে 

    বন্যায় ভাসে একুল অকুল 

    তখন কি আকাশের ক্যানভাসে

    নদী, কাব্যের ছন্দ জাগে

    নীরবে জেগে ওঠে

    হতে পারে তীব্র বেদনা

    ব্যাথাতুর এক মহাকাব্য 


    ব্রহ্মপুত্র: 

    প্রাচীন গীতিনাট্যের শ্লোক

    উজান উপত্যকায়  ফিসফিস করে

    একটি নির্বাক সিম্ফনি বজায় বৈচিত্র্যময়


    মেঘনা:

    গান যেন চাঁদের লুলাবি

    এই স্বর্গীয় দীর্ঘশ্বাস দিয়ে রাত্রি রঙ করে।


    যমুনা : 

    প্রবাহ পরাণ তার

    একটি গীতিকাব্য 

    দূর সময়ের গল্পের প্রতিফলন

    যমুনা, দুর্গম ভূখণ্ডের কবি 

    উর্বর সমভূমিতে সনেট খোদাই করে 

    এই তার প্রধান কাজ 


    বুড়িগঙ্গা :

    শহরের স্পন্দিত হৃদয়

    কাকভোর থেকে প্রস্থান পর্যন্ত

    একটি কুয়াশাছন্ন সুর নিয়ে খেলে

    ও যেনো ভাষাহীন শিশু 


    তিস্তা:

    কাব্যিক স্রোত,

    স্বপ্নের মতো স্বপ্নিল জলে প্রাবাহিত 

    বিস্তৃত বাংলাদেশ

    আকাশের নিচে,

    নদী জোয়ারের সাথে গল্প বুনে

    গঙ্গা, মায়ের কোমল আদর,

    ব-দ্বীপের দোলনায়, জীবনের ব্যালে,

    সকালের নিস্তব্ধতায় দেখি প্রতিবিম্ব

    আজও শুনি প্রিয়তমা বাল্যসখা কিংবা

    শঙ্খ নদীর ভাটিয়ালী গান


    গতরাতে বসবাস ছিল 

    অগ্নিপ্রেম ছিল নদী ও নারীর সঙ্গে 

    প্রাতে উঠে 

    বৃদ্ধ শেকড়ের মতো আঁকড়ে ধরলো

    নদী প্রেম :

    ব্রহ্মপুত্র

             মেঘনা

    .                যমুনা

    .                      বুড়িগঙ্গা

    .                               তিস্তা

    .                                   এবং শঙ্খ নদী …


     http://www.alokrekha.com

    5 comments:

    1. মিতা রহমানAugust 29, 2024 at 4:20 PM

      অনেক দিন পর একটা কবিতা পেলাম। মূলত আলকরেখা পড়ি কবিতার জন্য ।এত সুন্দর সুন্দর কবিতা প্রকাশিত হয় যা প্রশংসনীয় ।মেহরাব রহমানের নদী উপাখ্যান দীর্ঘ কবিতা। খুব ভাল লাগলো। কবিতায় চমক আছে । নদীর বিস্তারিত উপখ্যান তুলে ধরেছেন যা কবিতার গ্রহন যোগ্যতা পেয়েছে ।অনেক অনেক শুভেচ্ছা কবি ।

      ReplyDelete
    2. আহসান হাবীবAugust 29, 2024 at 4:45 PM

      খুব ভালো লাগলো পড়ে। গতরাতে বসবাস ছিল অগ্নিপ্রেম ছিল নদী ও নারীর সঙ্গে প্রাতে উঠে বৃদ্ধ শেকড়ের মতো আঁকড়ে ধরলো নদী প্রেম যে অব্যয় বর্ণিত হয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। অনেক ভালো থাকবেন কবি।

      ReplyDelete
    3. রেখা সমদ্দারAugust 29, 2024 at 4:58 PM

      বহুদিন পর আলোকরেখায় একটা লেখা পেলাম। নদী উপাখ্যান কবিতায় মেহরাব রহমান নদীর রূপের অপরূপ রূপ তুলে ধরেছেন। খুব ভালো কবিতা। পড়তেও খুব সাচ্ছন্দ বোধ করলাম। অনেক শুভ কামনা।

      ReplyDelete
    4. রকিব সিদ্দিকিAugust 29, 2024 at 5:42 PM

      বহুদিন পর আলোকরেখায় একটা লেখা পেলাম। নদী উপাখ্যান কবিতায় মেহরাব রহমান নদী ও নারীর সাথে তুলনা নতুন করে এক উদ্দিপনা জাগায় । কি সুন্দর করে লিখেছেন নদীরও জীবন আছে ।আছে প্রাণ আছে ফাগুন । তাইতো নদীকে রাখতে হবে চলমান ।খুব সুন্দর কবিতা । অনেক শুভ কামনা ।

      ReplyDelete
    5. মোহন সিরাজীAugust 29, 2024 at 6:28 PM

      বহুদিন পর আলোকরেখায় কবিতা পেয়ে খুব আনন্দিত। নদী উপাখ্যান কবিতায় মেহরাব রহমান নদীর জীবন নিয়ে লিখেছেন। নদীরও ফাগুন আছে। মানুষের মত হৃদয়ে ক্ষত আছে। খুব সুন্দর কবিতা ।কবি মেহরাব রহমান নদীর যে অভূতপূর্ব মুন্সিয়ানা দেখিয়েছেন তা প্রশংসার দাবী রাখে। অনেক শুভ কামনা ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ