সহসা সাহসী
- সুনিকেত চৌধুরী
নিরাসক্ত, নৈর্ব্যক্তিক ও নিরাভরণ একটা জীবন
যদি সহসা সাহসী হয়ে সমাজ হিতৈষী সম্মোহনের
মায়াজালে আবদ্ধ করতে উদ্যোগী চরিত্রে
রূপায়িত হয়ে ওঠে সকালের সোনারোদে
সম্বিৎ ফিরে পায় গ্রামবাসী।
নিত্য গঞ্জনা সয়ে যে কুলবধূ
এতকাল এঁকেছে সিঁদুরের আলপনা প্রতিদিন
দুর্জয় হাতের পরশে মুছে যাওয়া সিঁদুরে
সাজায় এইবার
প্রত্যুষ, মধ্যাহ্ন আর অপরাহ্নের
কম্পিত কোলাহল
অনুভবের পরতে পরতে।
যতবারই আলোকরেখায় ক্লিক করি কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা খুঁজি। আজ হঠাৎ আলোকরেখায় এসে প্রিয় কবির কবিতা পেয়ে খুব ভালো লাগলো। সহসা সাহসী কবিতা যেন এক দর্পন। নিজেদের প্রতিবিম্বের প্রতিফলন। নিরাসক্ত, নৈর্ব্যক্তিক ও নিরাভরণ একটা জীবন যেখানে সমাজের কল্যানের সম্মোহন। শুভেচ্ছা কবি।
ReplyDeleteআমার মত অনেককেই আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা খুঁজি। এক ধরণের ভালো লাগা কাজ করে আমাদের মাঝে যখন তাঁর লেখা পাই । এই কবিতাটি গভীর বার্তা বহন করে। সাধারন জীবনে সহসা দেখা দেয় সাহসী চরিত্র যদিও বা সে সম্মোহনের মায়াজালে আবদ্ধ। তবুও সকালের সোনারোদে ঝলমলিয়ে ওঠে মানুষের জীবনে। কি অনবদ্য প্রকাশ। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteআলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পেয়ে খুব ভালো লাগে। আজ বহুদিন পর তার লেখা পেলাম। কবি সুনিকেতের কবিতা খুব কম পাই। আজ আনন্দে পুলোকিত হলাম। কবির লেখা কবিতার গহীনতা অনুধাবন করা বড়ই কঠিন। তিনি জীবনের কথা বলেন।প্রতিদিনের জীবনযাপনা ফুটে ওঠে তার কবিতায়।শুভ কামনা।
ReplyDeleteআমাদের প্রিয় আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পেয়ে খুব ভালো বোধ করছি । আজ বহুদিন পর তার লেখা সহসা সাহসী কবিতা পেলাম। কবি সুনিকেতের কবিতা খুব কম পাই। আমাদের আশা তার লেখা নিয়মিত পাবো। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteআলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা সহসা সাহসী কবিতা পেয়ে খুব ভালো লাগছে। কি দারুন কবিতা। কি গভীরতা !!শুধু দীর্ঘ কবিতা জীবনের কথোপকথন বনর্ণার জন্য নয়। অনেক দীর্ঘ কবিতায়ও মূল প্রতিপাদ্য ফুটে ওঠে না। অথচ বিশেষ শব্দ চয়নে কবি সুনিকেত তার মনের কথা ফুটিয়ে তুলতে পারদর্শী। তার লেখা কবিতা অন্তরে নাড়া দেয়। অনেক ভালোলাগা আর ভালবাসা কবি।
ReplyDeleteআলোকরেখায় আমার খুব প্রিয় কবি কবি সুনিকেত চৌধুরীর লেখা সহসা সাহসী কবিতা পেয়ে কি যে ভালো লাগছে। আমি প্রতিদিনই একবার বা কয়েকবার করে আলোকরেখায় আসি। কেবলই আমার প্রাণের কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। দারুন কবিতা। পড়ে খুব ভালো লাগলো। কুলবধূর যে নিত্য গঞ্জনা সয়েও সিঁদুরের আলপনা আঁকে এই একটি লাইন কবিতার মর্ম অন্তত আমার কাছে। অনেক অনেক অনেক ভালোবাসা প্রিয় কবি। ভালো থাকবেন!!
ReplyDelete