আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সহসা সাহসী - সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সহসা সাহসী - সুনিকেত চৌধুরী

    সহসা সাহসী
    - সুনিকেত চৌধুরী  

    নিরাসক্ত, নৈর্ব্যক্তিক ও নিরাভরণ একটা জীবন 
    যদি সহসা সাহসী হয়ে সমাজ হিতৈষী সম্মোহনের 
    মায়াজালে আবদ্ধ করতে উদ্যোগী চরিত্রে 
    রূপায়িত হয়ে ওঠে সকালের সোনারোদে 
    ঝিলমিল পুকুর পাড়ে -
    সম্বিৎ ফিরে পায় গ্রামবাসী। 
    নিত্য গঞ্জনা সয়ে যে কুলবধূ 
    এতকাল এঁকেছে সিঁদুরের আলপনা প্রতিদিন 
    দুর্জয় হাতের পরশে মুছে যাওয়া সিঁদুরে 
    সাজায় এইবার 
    প্রত্যুষ, মধ্যাহ্ন আর অপরাহ্নের 
    কম্পিত কোলাহল
    অনুভবের পরতে পরতে।  


     http://www.alokrekha.com

    6 comments:

    1. মিতা সরকারSeptember 7, 2024 at 5:48 PM

      যতবারই আলোকরেখায় ক্লিক করি কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা খুঁজি। আজ হঠাৎ আলোকরেখায় এসে প্রিয় কবির কবিতা পেয়ে খুব ভালো লাগলো। সহসা সাহসী কবিতা যেন এক দর্পন। নিজেদের প্রতিবিম্বের প্রতিফলন। নিরাসক্ত, নৈর্ব্যক্তিক ও নিরাভরণ একটা জীবন যেখানে সমাজের কল্যানের সম্মোহন। শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    2. মোহন সিরাজীSeptember 7, 2024 at 6:01 PM

      আমার মত অনেককেই আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা খুঁজি। এক ধরণের ভালো লাগা কাজ করে আমাদের মাঝে যখন তাঁর লেখা পাই । এই কবিতাটি গভীর বার্তা বহন করে। সাধারন জীবনে সহসা দেখা দেয় সাহসী চরিত্র যদিও বা সে সম্মোহনের মায়াজালে আবদ্ধ। তবুও সকালের সোনারোদে ঝলমলিয়ে ওঠে মানুষের জীবনে। কি অনবদ্য প্রকাশ। অনেক অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    3. আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পেয়ে খুব ভালো লাগে। আজ বহুদিন পর তার লেখা পেলাম। কবি সুনিকেতের কবিতা খুব কম পাই। আজ আনন্দে পুলোকিত হলাম। কবির লেখা কবিতার গহীনতা অনুধাবন করা বড়ই কঠিন। তিনি জীবনের কথা বলেন।প্রতিদিনের জীবনযাপনা ফুটে ওঠে তার কবিতায়।শুভ কামনা।

      ReplyDelete
    4. আহসান হাবীবSeptember 7, 2024 at 6:26 PM

      আমাদের প্রিয় আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পেয়ে খুব ভালো বোধ করছি । আজ বহুদিন পর তার লেখা সহসা সাহসী কবিতা পেলাম। কবি সুনিকেতের কবিতা খুব কম পাই। আমাদের আশা তার লেখা নিয়মিত পাবো। অনেক অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    5. প্রমা চক্রবর্তীSeptember 7, 2024 at 6:39 PM

      আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা সহসা সাহসী কবিতা পেয়ে খুব ভালো লাগছে। কি দারুন কবিতা। কি গভীরতা !!শুধু দীর্ঘ কবিতা জীবনের কথোপকথন বনর্ণার জন্য নয়। অনেক দীর্ঘ কবিতায়ও মূল প্রতিপাদ্য ফুটে ওঠে না। অথচ বিশেষ শব্দ চয়নে কবি সুনিকেত তার মনের কথা ফুটিয়ে তুলতে পারদর্শী। তার লেখা কবিতা অন্তরে নাড়া দেয়। অনেক ভালোলাগা আর ভালবাসা কবি।

      ReplyDelete
    6. মৃন্ময়ীSeptember 7, 2024 at 6:51 PM

      আলোকরেখায় আমার খুব প্রিয় কবি কবি সুনিকেত চৌধুরীর লেখা সহসা সাহসী কবিতা পেয়ে কি যে ভালো লাগছে। আমি প্রতিদিনই একবার বা কয়েকবার করে আলোকরেখায় আসি। কেবলই আমার প্রাণের কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। দারুন কবিতা। পড়ে খুব ভালো লাগলো। কুলবধূর যে নিত্য গঞ্জনা সয়েও সিঁদুরের আলপনা আঁকে এই একটি লাইন কবিতার মর্ম অন্তত আমার কাছে। অনেক অনেক অনেক ভালোবাসা প্রিয় কবি। ভালো থাকবেন!!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ